মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুল শিক্ষিকার বসতঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে শিক্ষিকা রাশিয়া আক্তারের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে অংশ নিলেও ততক্ষণে ঘরসহ সকল মালামাল পুড়ে যায়। আগুনে নগদ টাকাসহ কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে পরিবারটির।

পূর্ব শত্রুতার কারনে বাড়িতে কেউ না থাকার সুযোগে পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন শিক্ষিকা রাশিয়া আক্তার ও তার স্বামী মিজানুর রহমান।
এ সর্ম্পকে উপজেলা ফাঁয়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ বলেন, স্কুল শিক্ষিকার বাড়িতে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের ৭ সদস্যর একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছেন। আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, রাতেই নিকটস্থ ফাঁড়ি ও থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।