যে কারণে ফাইনালের গ্লাভস বিক্রি করলেন এমিলিয়ানো মার্টিনেজ

0
42

স্পোর্টস: কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা। আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সের কোম্যানের নেওয়া শট ঠেকিয়ে দেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। তার আগে ম্যাচে ফ্রান্সের কোলো মুয়ানির নেওয়া একটি শটে অবিশ্বাস্য সেভ করেন মার্টিনেজ। ফাইনালে লাল ও হালকা সাদা রংয়ের সেই গ্লাভস জোড়া নিলামে তুলেন মার্টিনেজ। ক্যান্সার আক্রান্ত শিশুদের কথা ভেবে গ্লাভস জোড়া নিলামে বিক্রি করেছেন মার্টিনেজ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে মার্টিনেজ যে গ্লাভস জোড়া পরেছিলেন, গত শুক্রবার তা নিলামে ৪৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ ১৯ হাজার টাকা) বিক্রি হয়েছে। গ্লাভস বিক্রির পুরো টাকাটা পাবে আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যান্সার ওয়ার্ড। দেশটিতে শিশুদের প্রধান হাসপাতাল এটি। সেই হাসপাতালের ক্যান্সার ওয়ার্ডে টাকাটা দেওয়া হবে।