সর্বশেষ :
অস্বস্তি পেঁয়াজের দামে, সবজি-ডিমে কিছুটা স্বস্তি রাজধানীসহ আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন ধর্মের নামে রাজনীতির ব্যবসা করছে কিছু দল: সালাহউদ্দিন শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবির শিক্ষক এরশাদ গ্রেপ্তার ৪৮ ঘণ্টার আল্টেমেটাম বিচারকদের, দাবি না মানলে কলম বিরতির হুঁশিয়ারি নির্বাচনের আগেই গণভোট—৩ উপদেষ্টার অপসারণ দাবি ৮ দলের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত বাগেরহাটে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: ন্যায়সঙ্গত রূপান্তরের দাবিতে তরুণদের জোরালো আহবান দক্ষিণ কোরিয়ায় বাজারে ঢুকে গেল ট্রাক, হতাহত ২০ গাজা স্থিতিশীলতা বাহিনীর স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে: তুরস্ক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অস্ট্রেলিয়ায় ভাগ্যগণনার নামে জালিয়াতি, গ্রেফতার মা-মেয়ে

প্রতিনিধি: / ৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বিদেশ : অস্ট্রেলিয়ায় ভাগ্যগণনার নামে প্রায় ৪৬ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন কথিত এক ‘ভবিষ্যৎবক্তা’ নারী ও তার মেয়ে। তাদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দুর্বল ও ঝুঁকিপূর্ণ ভিয়েতনামি সমপ্রদায়কে লক্ষ্য করে প্রতারণা চালানোর অভিযোগ আনা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ৫৩ বছর বয়সি মা ও ২৫ বছর বয়সি মেয়েকে বুধবার সিডনির অভিজাত ডোভার হাইটস এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই নারী তার টার্গেটদের ভবিষ্যতে বিপুল অর্থের মালিক হওয়ার আশ্বাস দিয়ে ঋণ নিতে প্ররোচিত করতেন এবং সেখান থেকে নিজে একটা অংশ রাখতেন। পুলিশ জানিয়েছে, তারা একটি অত্যন্ত সুসংগঠিত প্রতারণা ও অর্থপাচার চক্রের গুরুত্বপূর্ণ সদস্য। ওই নারীর জামিন আবেদন খারিজ করে দিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। তবে তার মেয়েকে জামিন দেওয়া হয়েছে, জানুয়ারি মাসে তার শুনানি নির্ধারিত হয়েছে। ওই নারীর বিরুদ্ধে ৩৯টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে অপরাধ চক্র পরিচালনা ও প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা আদায়। আর তার মেয়ের বিরুদ্ধে সাতটি অভিযোগ রয়েছে, যার মধ্যে অপরাধের অর্থ লেনদেন ও অপরাধী সংগঠনের সদস্য হওয়া অন্তর্ভুক্ত। গত বুধবার সকালে তাদের বহুমূল্য ম্যানশন থেকে অভিযান চালিয়ে পুলিশ আর্থিক নথি, মোবাইল ফোন, বিলাসবহুল হ্যান্ডব্যাগ, ৪০ গ্রাম ওজনের এক স্বর্ণের বার এবং ক্যাসিনোর চিপসহ ছয় হাজার ৬০০ অস্ট্রেলীয় ডলার জব্দ করে। তদন্তকারীরা প্রায় দেড় কোটি অস্ট্রেলীয় ডলারের সম্পদ জব্দ করেছেন, যা গত বছর শুরু হওয়া বৃহত্তর তদন্তে আগেই জব্দ করা ছয় কোটি ডলারের সম্পদের সঙ্গে যুক্ত হলো। দেশটির আর্থিক অপরাধ দমন বিভাগের প্রধান ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট গর্ডন আরবিনজা বলেন, এটি আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে জটিল আর্থিক অপরাধ চক্রগুলোর একটি। পুলিশের দাবি, এই চক্র বড় আকারে ব্যক্তিগত, ব্যবসা ও গৃহঋণ প্রতারণার সঙ্গে জড়িত ছিল।


এই বিভাগের আরো খবর