বিদেশ : দক্ষিণ কোরিয়ার একটি বাজারে ছোট ট্রাকের ধাক্কায় অন্তত দুজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। রাজধানী সিউল থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমের বুশেওন শহরের ওই বাজারে গতকাল বৃহস্পতিবার ট্রাকটি ঢুকে পড়ে প্রায় দেড়শ মিটার এগিয়ে যায়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কোরিয়ার সমপ্রচারমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ক্রেতারা স্বাভাবিকভাবে বাজারে কেনাকাটা করছিলেন, এমন সময় নীল রঙের একটি ট্রাক দ্রুতগতিতে দোকানের সারির মাঝখান দিয়ে ছুটে এসে একটি দোকানে ধাক্কা মারে। এক দমকল কর্মকর্তা টেলিভিশন ব্রিফিংয়ে জানান, ঘটনাস্থলে দুইজন ব্যক্তির হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। দমকল কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ট্রাকটি প্রথমে প্রায় ২৮ মিটার পিছনে গিয়ে হঠাৎ গতি বাড়িয়ে বাজারের দিকে ধেয়ে আসে। চালক দাবি করেছেন, আচমকা গতিবৃদ্ধির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশের বরাতে দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ জানায়, চালকের বয়স প্রায় ৬০ এর ঘরে এবং তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় চালক মাতাল ছিলেন না। ট্রাকটি এখন তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হবে, যাতে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করা যায়।