সর্বশেষ :
অস্বস্তি পেঁয়াজের দামে, সবজি-ডিমে কিছুটা স্বস্তি রাজধানীসহ আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন ধর্মের নামে রাজনীতির ব্যবসা করছে কিছু দল: সালাহউদ্দিন শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবির শিক্ষক এরশাদ গ্রেপ্তার ৪৮ ঘণ্টার আল্টেমেটাম বিচারকদের, দাবি না মানলে কলম বিরতির হুঁশিয়ারি নির্বাচনের আগেই গণভোট—৩ উপদেষ্টার অপসারণ দাবি ৮ দলের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত বাগেরহাটে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: ন্যায়সঙ্গত রূপান্তরের দাবিতে তরুণদের জোরালো আহবান দক্ষিণ কোরিয়ায় বাজারে ঢুকে গেল ট্রাক, হতাহত ২০ গাজা স্থিতিশীলতা বাহিনীর স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে: তুরস্ক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মেসির বার্সায় ফেরা নিয়ে যা বললেন বার্সা প্রেসিডেন্ট

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

খেলাধুলা:বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা জানিয়েছেন, লিওনেল মেসির আবারও স্প্যানিশ এই ক্লাবে ফিরে আসা এখন ‘বাস্তবসম্মত নয়।’ সম্প্রতি আর্জেন্টাইন মহাতারকা সংস্কারকৃত ক্যাম্প ন্যু পরিদর্শন করেন, যেখানে তার দীর্ঘ ২১ বছরের স্মৃতি জড়িয়ে আছে। সামাজিক মাধ্যমে ছবিগুলো দেখে আবেগাপ্লুত হয়েছেন মেসির এবং বার্সেলোনার সমর্থকরা। মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার যুব একাডেমিতে যোগ দেন মেসি এবং ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেন। ২০২১ সালে আর্থিক জটিলতার কারণে তিনি বার্সেলোনা ছেড়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে খেলছেন। ক্যাম্প ন্যু পরিদর্শনের সময় মেসি বলেন, ‘আমি আশা করি একদিন ফিরব। তবে শুধু বিদায় জানাতে নয়, কারণ আমি কখনো তা করতে পারিনি।’ তবে লাপোর্তা কাতালুনিয়া রেডিওকে জানান, মেসির প্রত্যাবর্তন নিয়ে জল্পনা-কল্পনা করা উচিত নয়। তিনি বলেন, ‘মেসি ও ক্লাবের সবার প্রতি সম্মান রেখে বলছি, এমন কিছু নিয়ে অনুমান করা ঠিক নয় যা বাস্তবসম্মত নয়।’ বার্সেলোনার হয়ে মেসি ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়নস লিগ এবং ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন। লাপোর্তা আরও জানান, ‘সংস্কারকৃত ক্যাম্প ন্যুতে মেসির জন্য একটি বড় ট্রিবিউট আয়োজন করা হবে, যেখানে ১ লাখ ৫ হাজার দর্শক উপস্থিত থাকবেন। তিনি যোগ করেন, মেসি এখন ইন্টার মিয়ামিতে খেলছেন, তাকে ভালোবাসা ও সম্মান জানানো হয়। বিশ্বের সেরা ট্রিবিউট দেওয়া তার জন্য প্রাপ্য এবং এটি অসাধারণ ব্যাপার হবে যদি তা এই মাঠেই অনুষ্ঠিত হয়।’


এই বিভাগের আরো খবর