মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইতিহাস গড়ে লিভারপুলে যোগ দিলেন ফ্লোরিয়ান ভিরৎজ

প্রতিনিধি: / ১৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ জুন, ২০২৫

স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফিতে জার্মান প্রতিভাবান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজকে দলে ভিড়িয়েছে লিভারপুল। শুক্রবার এক বিবৃতিতে ক্লাবটি ভিরৎজের সঙ্গে পাঁচ বছরের আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা দেয়। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, সব ফি মিলিয়ে এই চুক্তির মূল্য দাঁড়িয়েছে মোট ১১৬ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০০ কোটি টাকা), যার মধ্যে শুরুতেই ১০০ মিলিয়ন পাউন্ড দেবে লিভারপুল। পরবর্তীতে আরও ১৬ মিলিয়ন পাউন্ড যোগ হবে বিভিন্ন শর্তসাপেক্ষে। লিভারপুলে যোগ দিয়ে ২২ বছর বয়সী ভিরৎজ বলেন, ‘একটি নতুন যাত্রা শুরু করতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। বুন্দেসলিগা ছেড়ে প্রিমিয়ার লিগে খেলতে আসা আমার জন্য এক নতুন চ্যালেঞ্জ। আমি দেখব এখানে কেমন পারফর্ম করতে পারি। আমি আমার সেরাটা দিতে চাই।’ বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির মতো ইউরোপ জায়ান্টদের পেছনে ফেলে ভিরৎজকে দলে টেনেছে লিভারপুল। ইএসপিএনের ‘অ্যাটাকিং মিডফিল্ডার র‌্যাংকিং’-এ দ্বিতীয় অবস্থানে থাকা এই ফুটবলারকে বেশ আগে থেকেই নজরে রেখেছিল ইউরোপের বড় ক্লাবগুলো। বায়ার লেভারকুজেনের হয়ে ১৯৭ ম্যাচে ৫৭ গোল ও ৬৫ অ্যাসিস্ট করে চমক দেখানো ভিরৎজ এবার পা রাখলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। এর আগে তার সাবেক সতীর্থ জেরেমি ফ্রিমপংকেও দলে ভিড়িয়েছে লিভারপুল।


এই বিভাগের আরো খবর