• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৩

৭ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায়

প্রতিনিধি: / ৫৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

বিদেশ : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। একাধিক স্থানে পৃথক হামলায় এখন পর্যন্ত ৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৫ জনই নিহত হয়েছেন গাজা শহরে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই হামলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত, হামলায় নিহতের সংখ্যা ছিল ৫। পৃথক হামলায় উত্তরাঞ্চলীয় জাবালিয়া ক্যাম্পে আরও একজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আগের রাতে গাজা শহরের তুফ্ফাহ এলাকায় হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওয়াফার আরও নিয়েছে, গাজার উত্তরাঞ্চলীয় সাবরা ও বেইত লাহিয়ায় বেসামরিকদের ঘরবাড়িকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে প্রতিবেদনে হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ইসরায়েলের তথ্য মতে, ৭ অক্টোবর ইসরায়েলি ভ‚খÐে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এ সময় আরও ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে গেছেন সশস্ত্র যোদ্ধারা। জাতিসংঘের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৩৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে স¤প্রতি হামাস নেতা ইসমাইল হানিয়েহ ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাÐ এই অঞ্চলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে। এতে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com