• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:১৭
সর্বশেষ :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু রাজধানীর মাতুয়াইলেসাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদণ্ড বিপুলসংখ্যক অবৈধ বিদেশী নাগরিক বাংলাদেশ ছেড়েছে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি-কাজী শিপন ইঁদুর মারতে নিজের পাতা বৈদ্যুতিক  ফাঁদে প্রাণ গেল কৃষকের মণিপুর শান্তিচুক্তির পরও উত্তপ্ত রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি বিমান হামলা ইতালিয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে নৌকাডুবি, ৪০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ ভারত বাংলাদেশিদের মেডিকেল ভিসা না দিয়ে চীনের জন্য পথ খুলে দিয়েছে নাইট্রোজেন গ্যাস দিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর

৬৬ চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে

প্রতিনিধি: / ৬৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

বিদেশ : তাইওয়ানের আকাশে ২৪ ঘণ্টায় ৬৬টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ ঘটিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। যা এই বছরে সর্বোচ্চ রেকর্ড। মাত্র একদিন আগেই তাইওয়ানের কাছাকাছি সামরিক মহড়াও চালিয়েছিল বেইজিং। তার পরদিনই তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ ঘটনা ঘটিয়েছে চীন। তাইপেই ঠিক এক দিন আগেই দ্বীপের চারপাশে চীনা যুদ্ধবিমানগুলোকে দেখেছিল। বুধবার বেইজিং দাবি করেছিল, ওই যুদ্ধবিমান পিএলএ বিমানবাহী রণতরি শানডংয়ের সঙ্গে অনুশীলনের জন্য পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছিল। এদিকে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ সকাল ৬টা পর্যন্ত তাইওয়ানের আশপাশে ৬৬টি পিএলএ বিমান এবং সাতটি চীনা জাহাজ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৬টি যুদ্ধবিমান সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। এর আগে গত মে মাসে বেইজিং তাইওয়ানের আশপাশে ৬২টি যুদ্ধবিমান এবং ২৭টি নৌযান পাঠিয়েছিল। দেশটির সামরিক বিশেষজ্ঞ সু জু-ইয়ুন বলেছেন, সা¤প্রতিক সময়ে তাইওয়ানে রাজনৈতিক উন্নয়নের প্রতিক্রিয়া হিসেবে চীন তাদের সর্বশেষ শক্তি প্রদর্শন করেছে। তাইওয়ানে রাজনৈতিক উন্নয়নের মধ্যে ছিল, তাইওয়ানে ওয়াশিংটনের নতুন ডি ফ্যাক্টো রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক এবং বুধবার লাইয়ের সঙ্গে বৈঠকের সময় তাইপেইয়ের প্রতি তার সমর্থন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরিস্থিতি নজরে রাখছে এবং এর উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো হবে। স্ব-শাসিত গণতান্ত্রিক তাইওয়ান নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলেও চীন তার নিজের ভ‚খÐের অংশ হিসেবে দাবি করে। সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com