ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ২৫ বছর পলাতক থাকা ৭ বছরের সাজা
প্রাপ্ত আসামী এক হোমিও চিকিৎসক ইব্রাহিম খলিল (৫৪) কে
গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ইন্দুরকানী থানার এস
আই আঃ রহিম ও এ এস আই মনসুরের নেতৃত্বে পুলিশ তথ্য
প্রযুক্তি ব্যববহার করে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে
গ্রেফতার করে ইন্দুরকানী থানায় আনা হয়। মঙ্গলবার গ্রেফতার
কৃত হোমিও চিকিৎসক ইব্রাহীম খলিল কে পিরোজপুর
আদালতে পাঠালে আদালত তাকে কারগারে পাঠায়। ১৯৯৮ সালের
মাদক ও চোরকারবারী মামলায় বরিশাল মহানগর দায়রা জজ আদালতে
তাকে ২০০৮ সালে সাত বছরের কারদন্ড প্রদান করেন। মামলার পর
থেকে সে ২৫ বছর ধরে পলাতক সেজে ঢাকার কেরানী গঞ্জ এলাকায়
হোমিও চিকিৎসক হিসাবে চেম্বার করে চিকিৎসা করে।
সেখানে সে তার পরিবার পরিজন নিয়ে থাকছে। তার বাড়ী
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের ইউসুফ
আলীর ছেলে।
ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান,২৫
বছর পলাতক থাকা সাত বছরের সাজাপ্রাপ্ত চোরকারবারী মামলার
আসামী এখন সে হোমিও চিকিৎসক । তাকে গ্রেফতার করে
মঙ্গলবার আদালতে পাঠালে আদালত থাকে কারগারে পাঠায়।
https://www.kaabait.com