• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৭

২০২৪ বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে উচ্চ তাপমাত্রার কারণে চলতি বছরের জুন মাসকে সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ পরিষেবা। এ ছাড়া ২০২৪ সালকে বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সোমবার ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এক মাসিক বুলেটিনে এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। বুলেটিনে বলা হয়, ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত, এই ১৩ মাসে সবচেয়ে বেশি উষ্ণতম মাস ছিল চলতি বছরের জুন মাস। এ সময় গত বছরের জুন মাসের তুলনায়ও রেকর্ড তাপমাত্রা সহ্য করেছে বিশ্বের বিভিন্ন এলাকাবাসী। বিজ্ঞানীরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ২০২৪ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে ২০২৩-কে ছাড়িয়ে যেতে পারে। বিজ্ঞানীরা বলছেন, এল নিনোর কারণেই এই দুই বছর তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়েছে। মার্কিনভিত্তিক তাপমাত্রা বিশ্লেষণ প্রতিষ্ঠান বার্কলে আর্থের একজন গবেষণা বিজ্ঞানী জেকে হাউসফাদার বলেন, ২০২৩ এবং ২০২৪ সাল সবচেয়ে উষ্ণতম বছর হওয়ার সম্ভাবনা প্রায় ৯৫ শতাংশ। যেহেতু ১৮০০-এর দশকের মাঝামাঝি থেকে বিশ্ব পৃষ্ঠের তাপমাত্রার রেকর্ড শুরু হয়েছিল। অতিরিক্ত গরম এবং পরিবর্তিত জলবায়ু ইতোমধ্যে চলতি বছর বিশ্বজুড়ে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। বিশেষ করে গত মাসে হজযাত্রার সময় প্রচÐ গরমে এক হাজারের বেশি হজযাত্রি মারা যায়। যাদের বেশিরভাগই মিসরের ছিল। এছাড়া দক্ষিণ এশিয়াতেও তীব্র গরম ছিল গত জুন মাসে। ইতিরিক্ত গরমে হিটস্ট্রোকে প্রচুর মানুষ মারা গিয়েছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানে। লক্ষাধিক মানুষ বমি, ডায়রিয়া, তাপ ক্লান্তি, মাথাব্যথা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা ইত্যাদ সহ বেশ কিছু স্বাস্থ্যগত সমস্যায় পড়েছেন।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com