স্পোর্টস: গেলবছরের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হওয়ায় স্বাভাবিকভাবেই একাদশে দেখা গেছে ভারতীয় খেলোয়াড়দের আধিক্য। ভারত থেকে বর্ষসেরা দলে আছেন সর্বোচ্চ চারজন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও জিম্বাবুয়ে থেকে রাখা হয়েছে একজন করে। দলে জায়গা পাননি বাংলাদেশের কেউ। বর্ষসেরা একাদশে ওপেনার হিসাবে রাখা হয়েছে রোহিত শর্মাকে। ১১ ম্যাচে ৪২ গড়ে ১৬০ এর উপরে স্ট্রাইকরেটে ৩৭৮ রান করেছেম তিনি। বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপে করেছেন ৩ টি অর্ধশতক। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন ৯২ রানের দুর্দান্ত ইনিংস। ওপেনিংয়ে রোহিতের সঙ্গী ট্রাভিস হেড। ১৫ ম্যাচে ১৭৮.৪৭ স্ট্রাইক রেটে ৫৩৯ রান করেছেন এই অজি ওপেনার। করেছেন ৪ টি অর্ধশতক। ৩ এ রাখা হয়েছে ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্টকে। ১৭ ম্যাচে প্রায় ৩৯ গড়ে ৪৬৭ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৬৪.৪৩। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে রয়েছেন ২ নাম্বার ব্যাটার হিসাবে। ২০২৪ এ হাঁকিয়েছেন একটি শতক ও। ৪ নাম্বারে রাখা হয়েছে বাবর আজমকে। ২৪ ম্যাচে ৭৩৮ রান করেছেন পাকিস্তানি এই ব্যাটার। সর্বোচ্চ ৭৫, অর্ধশতক ৬ টি। তারপরেই আছেন ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরান। ২১ ম্যাচে ১৪২ স্ট্রাইকরেটে ৪৬৪ রান করেছেন পুরান। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৫৩ বলে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। চমক দিয়ে বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ২৪ ম্যাচে করেছেন ৫৭৩ রান, সর্বোচ্চ ১৩৩। সাথে পেয়েছেন ২৪ উইকেট। রাজার সেরা বোলিং ফিগার ১৮ রানে ৫ উইকেট। ৭ নাম্বারে আছেন হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ করেছেন এই অলরাউন্ডার। ১৭ ম্যাচে ৩৫২ রান সাথে ১৬ উইকেট। বিশ্বকাপে ১৪৪ রান করার পাশাপাশি নিয়েছেন ১১ উইকেট। তারপর আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ১৪ ম্যাচে শিকার করেছেন ৩১ উইকেট। সেরা বোলিং ১৪ রানে ৪ উইকেট। তারপরে ২০ ম্যাচে ৩৮ উইকেট এবং ১৭৯ রান নিয়ে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। পেসার হিসাবে সেরা একাদশে জায়গা পেয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। ৮ ম্যাচে শিকার করেছেন ১৫ উইকে, গড় ৮.২৬। ভারতের আরেক পেসার আর্শদ্বীপ সিং ও আছেন একাদশে। ১৮ ম্যাচে ৩৬ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ৯ রানে ৪ উইকেট।
আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ:
রোহিত শার্মা (অধিনায়ক) (ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ফিল সল্ট (ইংল্যান্ড), বাবর আজম (পাকিস্তান), নিকোলাস পুরান (উইকেটরক্ষক) (ওয়েস্ট ইন্ডিজ), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), রাশিদ খান (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), জাসপ্রিত বুমরাহ (ভারত), আর্শদ্বীপ সিং (ভারত)।
https://www.kaabait.com