বিদেশ : প্রথমবারের মতো প্রাক-শিল্প যুগের তুলনায় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে ২০২৪ সালে। বিজ্ঞানীরা শুক্রবার একথা জানিয়েছেন। ইউরোপীয় জলবায়ু পরিবর্তন পরিষেবা সংস্থা কোপার্নিকাস (সি৩এস) এ তথ্য নিশ্চিত করে জানায়। সংস্থাটি বলেছে, জলবায়ু পরিবর্তন পৃথিবীর তাপমাত্রাকে এমন এক পর্যায়ে ঠেলে দিচ্ছে, যা আধুনিক যুগের মানুষ এর আগে কখনও দেখেনি। কোপার্নিকাস জানায়, ২০২৪ সালে বিশ্বের গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগের (১৮৫০-১৯০০ সাল) গড় তাপমাত্রার তুলনায় ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এই তাপমাত্রা ছিল ২০২৩ সালের ০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে অনেক বেশি। বিশ্বের উষ্ণতম বছরের রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে উষ্ণ বছর ছিল ২০২৪। আর গত ১০ বছরের প্রতিটি বছরই সবচেয়ে উষ্ণ বছর হওয়ার রেকর্ড গড়েছে। ২০১৫ সালে ফ্রান্সের প্যারিস জলবায়ু চুক্তির আওতায় বিশ্বের দেশগুলো পৃথিবীর গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়া ঠেকানোর চেষ্টা নিতে একমত হয়েছিল। যাতে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আরও মারাত্মক সব প্রাকৃতিক দুর্যাগের কবলে পড়া এড়ানো যায়। তবে ২০২৪ সাল ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সীমা ছাড়িয়ে যাওয়ার মানে এই নয় যে, এটি প্যারিস জলবায়ু চুক্তির উষ্ণায়নের ওই মাত্রা ছাড়িয়ে গেছে। কারণ, বর্তমান সময়ের এই তামপাত্রা বৃদ্ধি ঘটেছে সাময়িকভাবে ১/২ বছরের জন্য। আর প্যারিস জলবায়ু চুক্তির তাপমাত্রা বৃদ্ধির সীমা নির্ধারণ করা হয়েছে দীর্ঘমেয়াদী সময়ের জন্য, ২০ বছরব্যাপী গড় তাপমাত্রার হিসাবে। তারপরও ২০২৪ সালে তাপমাত্রা যতটা বেড়েছে এই হারে তা বাড়তে থাকলে বলা যায়, আগামীতে প্যারিস জলবায়ু চুক্তির নির্ধারিত ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং ২০৩০ সালের মধ্যেই সেটি ঘটতে পারে। বিশ্বের গড় তাপমাত্রা গত ১২ মাসে (২০২৩ সেপ্টেম্বর- অগাস্ট ২০২৪) আগের যে কোনও সময়ের ১২ মাসের তুলনায় ছিল রেকর্ড সর্বোচ্চ। আর ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস। গতবছর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ মূলত মানুষের কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিনহাউজ গ্যাস বেশি নিঃসরণ করা। এ ধরনের গ্যাস নিঃসরণের পরিমাণ এখনও রেকর্ড পরিমাণ
https://www.kaabait.com