স্পোর্টস: রোমাঞ্চের নানা অলিগলি পেরিয়ে ম্যাচ গড়াল শেষ ওভারে। সেখানেও উত্তেজনা উঠল তুঙ্গে। রাজস্থান রয়্যালসকে জয়ের খুব কাছে নিয়ে গেলেন রভম্যান পাওয়েল। জয়ের জন্য শেষ বলে দরকার ২ রান। কিন্তু পারলেন না পাওয়েল। তাকে ফিরিয়েই সানরাইজার্স হায়দরাবাদকে অবিশ্বাস্য জয় এনে দিলেন পেসার ভুবনেশ্বর কুমার। আইপিএলে বৃহস্পতিবার রাজস্থানের বিপক্ষে হায়দরাবাদের জয় ১ রানে। হায়দরাবাদ ৩ উইকেটে করে ২০১ রান। রাজস্থান ৭ উইকেট হারিয়ে করতে পারে ২০০ রান। হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বড় লক্ষ্য তাড়ায় প্রথম ওভারে জস বাটলার ও সাঞ্জু স্যামসনকে হারায় রাজস্থান। দুজনকেই ফেরান ভুবনেশ্বর। জোড়া ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৭৮ বলে ১৩৪ রানের জুটিতে রাজস্থানকে ম্যাচে রাখেন ইয়াশাসভি জয়সওয়াল ও রিয়ান পারাগ। জীবন পান অবশ্য দুজনই। জয়সওয়াল বিদায় নেন ৪০ বলে ৬৭ রান করে। ৪৯ বলে ৭৭ রান করেন পারাগ। ৬ উইকেট হাতে নিয়ে শেষ ১৮ বলে রাজস্থানের দরকার ছিল ২৭ রান। ১৮তম ওভারের প্রথম বলে থাঙ্গারাসু নাটারাজানকে ছক্কায় উড়িয়ে সমীকরণটা ১৭ বলে ২১ রানে নামিয়ে আনেন শিমরন হেটমায়ার। ম্যাচ তখন রাজস্থানের মুঠোয়। কিন্তু ওই ওভারে নাটারাজানের পরের পাঁচ বলে আসে মাত্র ১ রান, এর মাঝে আউট হয়ে যান হেটমায়ারও। শেষ ২ ওভারে চাই ২০। ১৯তম ওভারে পেসার প্যাট কামিন্সের প্রথম বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ধ্রæভ জুরেল। পরের বলে রবিচন্দ্রন অশ্বিন এক রান নিয়ে স্ট্রাইকে দেন পাওয়েলকে। কামিন্সের পরের তিন বলে কোনো রান নিতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক। তবে শেষ বলে ছক্কা মারেন তিনি। শেষ ওভারে প্রয়োজন পড়ে ১৩ রানের। মন্থর ওভার রেটের কারণে শেষ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চার জন ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয় হায়দরাবাদকে। ভুবনেশ্বরের প্রথম বলে এক রান নেন অশ্বিন, স্ট্রাইক পান পাওয়েল। দ্বিতীয় বলে দুই রান নেওয়ার পর তৃতীয় বলে ফাইন লেগ দিয়ে চার মারেন তিনি। ৩ বলে দরকার ৬। হায়দরাবাদের ফিল্ডারদের আলগা থ্রোয়ে পরের দুই বলে দুটি করে রান নেন পাওয়েল। উইকেট বাঁচাতে ডাইভ দিয়ে কিছুটা আঘাতও পান তিনি। শেষ বলে চাই ২। বলটা ভুবনেশ্বর করেন ফুলটস, অবিশ্বাস্যভাবে ব্যাটে লাগাতে পারেননি পাওয়েল, বল আঘাত করে তার প্যাডে। এলবিডবিøউয়ের জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। উল্লাসে মেতে ওঠে হায়দরাবাদ শিবির। রিভিউ যদিও নেন ব্যাটসম্যান, তাতে লাভ হয়নি কোনো। এর আগে ওপেনার ট্রাভিস হেডের ৪৪ বলে ৫৮ রানের পর নিতিশ কুমারের ৪২ বলে ৭৬ ও হাইনরিখ ক্লসেনের ১৯ বলে ৪২ রানের দুটি অপরাজিত ইনিংসে বড় পুঁজি পায় হায়দরাবাদ। শুরু ও শেষের দারুণ বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা অবশ্য ভুবনেশ্বর।
https://www.kaabait.com