ফকিরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় ফকিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আলমগীর কবির, সহকারি পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) অদ্বৈতএ বিশ্বাস, সহকারি পরিচালক (প্রশাসন) এস এম আব্দুস ছালাম, আঞ্চলিক ব্যবস্থাপক সঞ্জয় রায়, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. কাজী ইয়াছিন, সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী, বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের সহকারী অধ্যাপক বিশ্বাস মাসুদ হোসেন, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোঃ রফিকুজ্জামান সহ শিক্ষার্থী ও সংস্থাটির উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
হীড বাংলাদেশের ঋণগ্রহিতাদের মেধাবী সন্তানদের জন্য এই সংবর্ধনার আয়োজন করা হয়। এদিন জিপিএ-৫ প্রাপ্ত ৩২ জনকে ৫ হাজার টাকা করে, জিপিএ-৪ প্রাপ্ত ১৭১ জনকে ৪ হাজার টাকা করে বৃত্তি এবং ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া উচ্চ শিক্ষায় সহায়তা হিসেবে খুলনা, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে এবার সারা বাংলাদেশে তাদের উপকারভোগী পরিবারগুলোর মধ্য থেকে ৫ হাজার ৯০১ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হচ্ছে।সম্মাননা পেয়ে খুশি দরিদ্র পরিবারের এসব শিক্ষার্থীরা। এছাড়া দিনব্যাপি আয়োজনে পটগানের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন দিক সম্পর্কে স্থানীয়দের জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিসিপ্লিনে শিক্ষার্থী লিলি বিশ্বাস বলেন, আমার মা হীড বাংলাদেশের একজন ঋণগ্রহীতা। আজকে হীড বাংলাদেশ আমাদের যে সম্মান দেখিয়েছে তাতে আমরা অনেক খুশি। তাদের এই সহায়তা আমাদের অনেক উপকারে আসবে।
হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আমরা ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য কাজ করছি। আমরা ক্ষুদ্র ঋণ পরিচালনার পাশাপাশি প্রতিবছর মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করে থাকি। আগামীতে আমরা এর পরিধি আরো বাড়াবো।
https://www.kaabait.com