বিদেশ : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত অনিবার্য নয়। তবে মঙ্গলবার তিনি ইসরায়েলি অধিকৃত গোলান মালভুমিতে প্রাণঘাতী রকেট হামলার পর উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শনিবারের ওই রকেট হামলায় ১২ শিশু-কিশোর নিহত হওয়ার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে। যদিও হিজবুল্লাহ হামলার সঙ্গে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। রয়টার্সকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি কুটনৈতিক প্রচেষ্টা চলছে, যাতে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুত বা বড় সিভিল অবকাঠামোর ওপর হামলা না করে। ফিলিপাইনের ম্যানিলায় এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে অনেক কার্যকলাপ আমরা প্রত্যক্ষ করি। সর্বাত্মক যুদ্ধে উত্তেজনা গড়ানো নিয়ে আমরা উদ্বিগ্ন। আমি মনে করি না যুদ্ধ অনিবার্য। লয়েড অস্টিন বলেছেন, আমরা ক‚টনৈতিক পথে সমাধান দেখতে চাই। অক্টোবর মাস থেকে হিজবুল্লাহ ও ইসরায়েল পার্শ্ববর্তী সীমান্তে গুলি বিনিময় করে আসছে। যা ২০০৬ সালের যুদ্ধের পর তাদের সবচেয়ে বড় সংঘাত। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত রাতে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ১০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এক যোদ্ধাকে হত্যা করেছে। হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তাদের একজন যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, তারা হিজবুল্লাহকে আঘাত করতে চান। কিন্তু মধ্যপ্রাচ্যকে পুরোপুরি যুদ্ধে ঠেলে দিতে চান না। বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু ফ্লাইট এ সপ্তাহে বাতিল বা বিলম্বিত হয়েছে উত্তেজনার কারণে। হিজবুল্লাহ শনিবার দাবি করেছে, তারা গোলান অঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অক্টোবর থেকে গাজার ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল সীমান্তে হামলা করে আসছে হিজবুল্লাহ। ইসরায়েলি পাল্টা হামলায় সাড়ে তিনশ’র বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে নিরাপত্তা ও চিকিৎসা সূত্রে জানা গেছে। অন্যদিকে, হিজবুল্লাহর হামলায় ২৩ জন বেসামরিক নাগরিক ও ১৭ সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
https://www.kaabait.com