• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৬
সর্বশেষ :
বাগেরহাটে দুইদিন ব্যাপী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী বাগেরহাটে পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলার প্রতিবাদে ছাত্র সমাজের বিক্ষোভ বার্ড ফ্লুর প্রকোপে ডিম বিক্রি সীমিত যুক্তরাষ্ট্রে, বেড়ে গেছে চুরি কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলি জনপ্রিয় শপিং মলে বিস্ফোরণে তাইওয়ানে নিহত কমপক্ষে ৫ ইসরাইলের গাজায় ‘জাহান্নামের সব দরজা’ খুলে দেয়ার হুমকি ট্রাম্প সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পকে এক কোটি ডলার ক্ষতিপূরণ মাস্কের ক্যালিফোর্নিয়া কিনে নিতে ডেনমার্কের পক্ষে অনলাইনে আবেদন! মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা,আফগানিস্তানে হতাহত ৪

হিজবুল্লাহর কমান্ডারসহ ৩ যোদ্ধা নিহত

প্রতিনিধি: / ৬৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ জুন, ২০২৪

বিদেশ : লেবাননের হিজবুল্লাহর এক সিনিয়র ফিল্ড কমান্ডার ও তিনজন যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। মঙ্গলবার গভীর রাতে করা ইসরায়েলি হামলায় তারা নিহত হন। তিনটি নিরাপত্তা সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইসরায়েল বলেছে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল-অধিকৃত গোলান মালভ‚মিতে প্রায় ৫০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সীমান্তে গুলি বিনিময় করছে হিজবুল্লাহ ও ইসরায়েল। তাদের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা শত্রুতা উভয়পক্ষ যে একটি বড় সংঘর্ষের জন্য প্রস্তুত তারই ইঙ্গিত দিচ্ছে। কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। নিহত এই কমান্ডারের নাম তালেব আবদুল্লাহ। তিনি আবু তালেব নামেও পরিচিত। দক্ষিণ লেবাননের জুয়াইয়াতে গ্রামে হামলায় নিহত হন তিনি। বুধবার বিকালে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন আবু তালেব। দক্ষিণ সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলে হিজবুল্লাহর কমান্ডার ছিলেন তিনি। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরান সমর্থিত হিজবুল্লাহর ওই চার সদস্যকে একটি বৈঠকের সময় লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন একটি নিরাপত্তা সূত্র। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেছেন, নিহত এই কমান্ডার জানুয়ারিতে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডার উইসাম তাভিলেরও সিনিয়র ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com