• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১

হাসাপতালে ভর্তি দিব্যাঙ্কা ত্রিপাঠী

প্রতিনিধি: / ৩২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বিনোদন: দিব্যাঙ্কা ত্রিপাঠী টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। যিনি ধারাবাহিক ‘বানু ম্যায় তেরি দুলহান’ সিরিয়ালে বিদ্যা চরিত্র দিয়ে অভিনয় শুরু করেছিলেন। তিনি ‘ইয়ে হ্যায় মোহাব্বাতেইন’ হিন্দি সিরিয়ালে ডাক্তার ঈশিতা ভাল্লা চরিত্রেও অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। বর্তমানে সংকটে কাটছে এই অভিনেত্রীর সময়। কইমই এর এক প্রদিবেদন থেকে জানা যায়, এই মুহূর্তে মুম্বইয়ের কোকিলাবেন হাসাপতালে ভর্তি দিব্যাঙ্কা। গত বৃহস্পতিবার দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী। দিব্যাঙ্কার হাতের দুটি হাড় ভেঙেছে। গত শুক্রবার অভিনেত্রীর বর্তমান অবস্থা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিব্যাঙ্কার পক্ষ থেকে তার টিম জানায়, অভিনেত্রীর হাতের দুটি হাড় ভেঙে গিয়েছে। খুব শীঘ্রই অস্ত্রোপচার করতে হবে তার। এ সময়ে সবার সহযোগিতা চাওয়া হয়। দিব্যাঙ্কার স্বাস্থ্যের খবরের পাশাপাশি অভিনেত্রীর স্বামী বিবক দাহিয়ার কাজের বিষয়েও বলা হয়েছে পোস্টটিতে। বলা হয়েছে, আমরা দুঃখের সঙ্গে জানচ্ছি, বিবেকের (দিব্যাঙ্কার স্বামী) আগামী লাইভ সেশন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে। কয়েক ঘণ্টা আগে দিব্যাঙ্কা দুর্ঘটনার মুখোমুখি হন এবং এখন তিনি হাসপাতালে। বিবেক এই মুহূর্তে তার সঙ্গেই রয়েছেন। এই অবস্থায় সবার সহযোগিতা জন্য ধন্যবাদ। কয়েকমাস আগেই দিব্যাঙ্কার লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছিল। দিব্যাঙ্কা ইনস্টাগ্রামে তার একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন, যেখানে তিনি লিগামেন্ট সার্জারি থেকে সুস্থ হয়ে ওঠার জার্নি সকলের সঙ্গে ভাগ করে নেন। আর এবার আবারও দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী। ‘ইয়ে হ্যায় মোহাব্বাতেইন’ এর সেট থেকেই সেটেই অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে আলাপ দিব্যাঙ্কার। ২০১৬ সালের ৮ জুলাই বিয়ে করেন তারা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com