• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫১

হরিঢালির রহিমপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৮১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪

শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের রহিমপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
মেডিকেল অফিসার স্বপন মজুমদারের আয়োজনে অনুষ্ঠিত উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়দেব কুমার দে। সম্মানীত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ
আব্দুল ওয়াদুদ বাবু , বীর মুক্তিযোদ্ধা বাসুদেব নন্দী , বীর মুক্তিযোদ্ধা নিরাপদ নন্দী , ইউপি
সদস্য শহিদুল ইসলাম কাগজী, প্রভাষক শফিউল আলম শফি, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রাক্তন
শিক্ষক মধুসুদন চক্রবর্তী, প্রাক্তন শিক্ষক মহাদেব হরি, প্রাক্তন শিক্ষক সুভাষ ঘোষ , শিক্ষক সুব্রত
দত্ত, শিক্ষক রীনা হরি, শিক্ষক বাবুশংকর দে, মুকুন্দ নন্দ , আবুল কাশেম সরদার, পল্লী চিকিৎসক
মাহাফুজ গোলদার , পল্লী চিকিৎসক জাহাঙ্গীর হোসেন , পল্লী চিকিৎসক শাহীন মোড়ল , স্বজল
মজুমদার প্রমূখ। মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করেন ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালের ডাঃ স্বপন মজুমদার (এম বি বি এস, বিসিএস স্বা¯্য), ডাঃ রেজাউল
ইসলাম ও ডাঃ এম এ জলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্জয় মজুমদার। সার্বিক তত্ত¡াবধায়নে
ছিলেন রাজীব মজুমদার (কানু), সুজিত পাল, ইমরান সরদার, আনারুল গাজী, বিশ্বজিৎ মজুমদার
ও আরিপ গাজী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com