আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। গত শনিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এ ঘটনা ঘটে। খবর ডনের। গত শনিবার একটি মিনি ট্রাকে করে যাওয়ার সময় ব্রেক ফেল করে গাড়ি গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বান্নু প্রদেশ থেকে পাঞ্জাবের খুশাব জেলায় যাচ্ছিলেন।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, মিনি-ট্রাকটি একটি বাঁক নেয়ার সময় ব্রেক ফেল করে রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচ শিশুসহ একই পরিবারের ১৪ জন নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীরা আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। বাকি গুরুতর আহত আটজনকে তেহসিল হেডকোর্য়াটার হাসপাতালে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রæত আরোগ্যও কামনা করেন। ট্রাকটিতে মোট ২৬ যাত্রী ছিলেন।
https://www.kaabait.com