• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৯

সড়ক দুর্ঘটনায় ক্যামেরুনে নিহত ৮

প্রতিনিধি: / ২১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

আন্তজার্তিক ডেস্ক: মেরুনের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছে। স্থানীয় সময়  বুধবার ওই অঞ্চলের ডিসচাং শহরে একটি খাড়া পাহাড় থেকে নামার সময় দ্রæতগামী একটি যাত্রীবাহী বাস ব্রেক করতে ব্যর্থ হলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, বাসটি ফুম্বান শহর থেকে ছেড়ে দেশটির বৃহত্তম শহর দৌয়ালার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতদের মধ্যে কয়েকজন ছুটি কাটিয়ে ফেরা শিক্ষার্থী ছিলেন। দেশটির পরিবহণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মধ্য আফ্রিকার এই দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় দেড় হাজার মানুষ মারা যায়। গত জুন মাসেও দেশটিতে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে অতিরিক্ত ট্র্যাফিক কর্মকর্তা নিয়োগ কঠোর সড়ক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে প্রচারণা শুরু হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com