বিদেশ : ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে বহু আরোহীসহ একটি ট্রাক নদীতে পড়ে অন্তত ৭১ জন নিহত হয়েছেন। গত রোববার রাতে দক্ষিণাঞ্চলীয় সিদামা অঞ্চলের জনসংযোগ ব্যুরো এক বিবৃতিতে জানায়, বোনা জেলায় দুর্ঘটনাটি ঘটেছে আর এতে ৬০ জনের মৃত্যু হয়েছে। কিন্তু সোমবার সিদামা রাজ্য সরকারের মুখপাত্র ওসেনিয়েলেহ সিমিওন রয়টার্সকে জানান, এ ঘটনায় অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৮ জন পুরুষ ও তিন জন নারী। তিনি বলেন, “আহতদের বোনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক।” সিমিওন বলেন, সামনে সেতুতে ওঠার কথা থাকলেও তা না করে ট্রাকটি দিক হারিয়ে নদীতে পড়ে যায়। সড়কটিতে অনেক বাঁক ছিল। তিনি জানান, ট্রাকে থাকা যাত্রীদের অনেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। অনেকেই তাদের পরিবারের একাধিক সদস্যকে হারিয়েছেন। তিনি আরও জানান, স্থানীয় ট্রাফিক পুলিশ এক প্রতিবেদনে জানিয়েছে ট্রাকটি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করছিল আর এ কারণেই সম্ভবত দুর্ঘটনাটি ঘটেছে। আবার রাষ্ট্রায়ত্ত ইথিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ইবিসি) জানিয়েছে, রোববার ট্রাকটির আরোহীরা একটি বিয়েতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ইথিওপিয়ায় ড্রাইভিংয়ের মান দুর্বল ও বহু গাড়ি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করায় প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। ২০১৮ সালে ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় একটি বাস গিরিসঙ্কটের পানিতে পড়ে গিয়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছিল, এদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী।
https://www.kaabait.com