• সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯

স্মৃতির দুয়ার

প্রতিনিধি: / ১১৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

এইচ,এম,আব্দুল লতিফ
না লেখা কিছু গল্প হঠাৎ
কবিতার রঙে সাজে,
স্মৃতির দুয়ারে কলিং বেলটা
বেজে ওঠে মাঝে মাঝে।
কত মেধাবী জীবনের পথে
যুদ্ধের মোকাবেলা করে,
যুদ্ধ করে কেউবা আবার
অকালে ঝরে পড়ে।
কি জানি ভাগ্য তাদের
আছাড় খেলে সবাই হাসে,
হরেক রকম দু:খ কষ্টে
কেউ থাকেনা পাশে।
মাঝখানে কিছু স্মৃতির ফুলেরা
সফল হয় বেলা শেষে,
হিসাব থাকেনা কত প্রিয় মুখ
হাসে আজও ভালোবেসে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com