• বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:৫০

স্বস্তি

প্রতিনিধি: / ৩৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

মাহফুজ রেজা
মুষল ধারায় ঝরলো বৃষ্টি
স্বস্তি এলো মনে,
থামছে না তো বৃষ্টি ধারা
ঝরছে ক্ষণে ক্ষণে।
তনু মনে শীতল পরশ
শোকর গুজার সবে,
তীব্র গরম জীবন হাস পাস
ছিলো তাহা কবে?
শরীর টাতে কাঁপন ধরায়
কাঁথা দিয়ে ঢাকি,
বৃষ্টি বাদল থাকবে বলছে
আরও কয় দিন না কি।
খোদার লীলা কে বুঝিবে
সাধ্য আছে কার?
আকাশ থেকে বৃষ্টি ঝরায়
মর্জি মাফিক তার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com