• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:১১
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

স্বরাষ্ট্র উপদেষ্টার জাতিসংঘ মানবাধিকার কমিশনকে সহযোগিতার আশ্বাস

প্রতিনিধি: / ৪৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

জাতিসংঘের মানবাধিকার কমিশন যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা চাইলে তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল এসেছিল। এটি ছিল তাদের সৌজন্য সাক্ষাৎ। আমরা তাদের নিশ্চয়তা দিয়েছি, যে কোনো ব্যাপারে যেকোনো ধরনের সাহায্য-সহযোগিতা দরকার হলে আমরা তা দেব। উপদেষ্টা বলেন, জাতিসংঘ মিশনে আমাদের পুলিশ, আর্মি, এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যাতে আরও বেশি যেতে পারেন, আমরা তাদের সে বিষয়ে অনুরোধ করেছি। তারা বলেছেন, বাংলাদেশের যারা ইউএন মিশনে আছেন তারা খুবই ভালো কাজ করছেন। তারা খুবই প্রশংসা করেছেন। বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ যাতে সব সময় এক নম্বরে থাকতে পারে সেই ব্যবস্থা তারা করবেন। কিছুক্ষণ আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এসেছিলেন জানিয়ে উপদেষ্টা বলেন, উনি মূলত কৃষি মন্ত্রণালয়ে এসেছিলেন। এটি ছিল ওনার সঙ্গে আমাদের সৌজন্য সাক্ষাৎ। আমাদের এখানে নয় হাজারের মতো চীনা বিভিন্ন জায়গায় কাজ করেন। তাদের নিরাপত্তার বিষযয়ে তিনি আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি, যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার আমরা তা করব। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, আর একটা বিষয় আমরা উত্থাপন করেছি। আপনারা সবাই জানেন, আমাদের অনেকগুলো জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত এলাকায় ওঁরা আমাদেরকে কি ধরনের সাহায্য-সহযোগিতা করতে পারে, এজন্য তাদের কাছে আমরা অনুরোধ করেছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com