• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০

স্নিগ্ধ মনে

প্রতিনিধি: / ১১৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

ডি, সি, মন্ডল
স্নিগ্ধ মনে হৃদয়ের সনে
চলিব আমরা দূরে,
হাসিয়া চলিব কতই বলিব
কত কথা গান সুরে।
এ আকিঞ্চন সুধা ভরা মন
মিলন মাধুরি সনে,
বাসিব যে ভালো জ্বালিব যে আলো
হৃদ অন্তর মনে।
বাঁধিব সে ঘর হবে নাকো পর
থাকিব কতই সুখে,
করিয়া যত্ন তুমি সে রত্ন
কাটিব সকল দুখে।
সুখেতে থাকিয়া হৃদয়ে রাখিয়া
বাসিব তোমাতে ভালো,
মনের গহনে আপন মননে
জ্বালবো রঙিন আলো।
রাখি মনে জোর হয় যবে ভোর
গাহিছে পাখিরা গান,
সুমিষ্ট সুরে নাহি থাকি দূরে
রূপেতে ভরেছে মান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com