• বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৪:০৯
সর্বশেষ :
বাংলাদেশে গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে  মোংলায় এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসুচি পালন মোরেলগঞ্জ বিএনপির দুটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত বাগেরহাটে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ, আটক হয়নি কোন ঘাতক রামপালে আ ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান চাঁদাবাজি মামলায় গ্রেফতার মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহবান জানালেন নৌপরিবহন উপদেষ্টা মোরেলগঞ্জে বিএনপির দলীয় কোন্দলে সভাস্থলে ১৪৪ ধারা জারি ‘মোংলা হবে বিশ্বমানের নিরাপদ আধুনিক ও স্মার্ট সমুদ্রবন্দর, নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহবান’ ……… ড. এম সাখাওয়াত হোসেন পাইকগাছায় মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে রিয়ালের জালে তিন গোল দিলো মিলান

‘স্ত্রী ২’ মুক্তির প্রথম দিনই নতুন রেকর্ড গড়ল

প্রতিনিধি: / ৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

বিনোদন: বলিউড নির্মাতা অমর কৌশিক পরিচালিত হরর-কমেডি ঘরানার ‘স্ত্রী’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ছবিটি সেসময় ব্যবসাসফল হয়েছিল। তখন থেকেই এর সিক্যুয়ালের জন্য অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। তাই ‘স্ত্রী ২’ যে ভালো আয় করবে, সে বিষয়ে খানিকটা নিশ্চিত ছিলেন নির্মাতারা। কিন্তু গত শুক্রবার ভারতের স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তির পর এর আশাতীত সাফল্য দেখে রীতিমতো চমকে গেছেন সকলে। ছবিটি মুক্তির প্রথম দিনই নতুন রেকর্ড গড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ বলেছে, দীনেশ বিজন প্রযোজিত এবং রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘স্ত্রী ২’ মুক্তির প্রথম দিনই দুর্দান্ত করেছে। বক্স অফিসের তথ্য অনুযায়ী, গত শুক্রবার মুক্তির পর ছবিটি ৭৬ কোটি ৫ লাখ রুপি আয় করেছে। জানা গেছে, অমর কৌশিকের এই ছবির বাজেট ৬০ কোটি রুপির মতো। ছবিটি মুক্তির প্রথম দিনই মোট বাজেট পার করে ফেলেছে। নির্মাতারা এরইমধ্যে লাভের মুখ দেখতে শুরু করেছেন। বিশ্বের বক্স অফিস থেকে ‘স্ত্রী ২’ প্রথম দিনই ১০০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করে ফেলেছে। এখনো পর্যন্ত আয়ের বহর দেখে নির্মাতারা আশাবাদী যে ‘স্ত্রী ২’ এই সপ্তাহের শেষে সেঞ্চুরি হাঁকাবে। ছবিটি ইতোমধ্যে নতুন রেকর্ড গড়েছে। মুক্তির পর প্রথম দিনে আয়ের হিসাবে ‘স্ত্রী ২’ সিনেমাটি সানি দেওল অভিনীত ‘গদার ২’ ও সালমান খান অভিনীত ‘টাইগার ৩’-কে পেছনে ফেলে দিয়েছে। এমনকি ছবিটি হৃতিক রোশনের ‘ফাইটার’, প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’র হিন্দি সংস্করণকে পেছনে ফেলে দিয়েছে। এ দুই ছবি মুক্তির প্রথম দিন ২২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছিল। ‘স্ত্রী ২’ অগ্রিম বুকিং থেকেই ২৩ কোটি ৩৬ লাখ রুপি ঝুলিতে পুরেছিল। এদিকে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ‘স্ত্রী ২’ ছাড়াও মুক্তি পেয়েছে ‘বেদা’ ও ‘খেল খেল মে’। জন আব্রাহাম ও শর্বরী বাগ অভিনীত এই অ্যাকশন-থ্রিলারধর্মী ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিন ‘বেদা’ ৬ কোটি ৫২ লাখ রুপি আয় করেছে। অন্যদিকে অক্ষয় কুমার ও তাপসী পান্নু অভিনীত ‘খেল খেল মে’ মাত্র ৫ কোটি রুপি ব্যবসা করেছে। ‘স্ত্রী ২’ ছবির মূল চরিত্রে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবিটিতে অতিথি চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমার ও বরুণ ধাওয়ানকে। এ ছাড়া ছবির আইটেম গানে আগেই ঝড় তুলেছেন তামান্না ভাটিয়া।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com