স্পোর্টস: বিশ্বকাপ কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, বারবার গ্রæপ পর্বেই থমকে যেতে হয়েছে স্কটল্যান্ডকে। জার্মানিতে ইউরো অভিযান শুরুর আগে স্কটিশ অধিনায়ক অ্যান্ড্রু রবার্টসন বলছেন, এবার আর আক্ষেপ নিয়ে ফিরতে চান না তারা। প্রথমবারের মতো বড় টুর্নামেন্টের নকআউট পর্বে উঠে ইতিহাস গড়ার প্রত্যয় তার কণ্ঠে। উদ্বোধনী ম্যাচে শুক্রবার স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে স্কটল্যান্ড। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। গত ইউরো দিয়ে ১৯৯৮ বিশ্বকাপের পর প্রথমবার কোনো বড় টুর্নামেন্টে ফেরে স্কটল্যান্ড। তবে তিন ম্যাচে ¯্রফে এক পয়েন্ট নিয়ে গ্রæপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। গোল করতে পারে মাত্র একটি। জার্মানি ম্যাচের আগের দিন রবার্টসন স্বীকার করে নিলেন, গত আসরে তাদের পারফরম্যান্স ভালো ছিল না। তবে একই ভুল আর করতে চান না তারা। ঘরের মাঠে জার্মানরা বল দখলে আধিপত্য করবে, তা বুঝতে পারছেন রবার্টসন। তবে যতটা সম্ভব প্রতিপক্ষের কাজ কঠিন করে তোলার পাশাপাশি বল পায়ে পেলে সুযোগ কাজে লাগানোর প্রত্যয় লিভারপুল ডিফেন্ডারের কণ্ঠে। “আমরা যদি কাজটা করতে পারি, আশা করি, ফল পাওয়ার চাবিকাঠি হবে এটি। আমরা বিশ্বাস করি, আমরা পারব এবং তা নির্ভর করছে আমাদের ওপরই।” এখন পর্যন্ত আটবার বিশ্বকাপ ও তিনবার ইউরোতে খেলে প্রতিবার গ্রæপ পর্ব থেকে বিদায় নিয়েছে স্কটল্যান্ড। এবার ভিন্ন কিছু হবে বলেই বিশ্বাস রবার্টসনের। “এবার আমরা কোনো অনুশোচনা করতে চাই না। আমরা বিশ্বাস করি, আমরা এমন একটি দল যারা ইতিহাস তৈরি করতে পারে।” এ’ গ্রæপে স্কটল্যান্ডের অন্য দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।
https://www.kaabait.com