স্পোর্টস: শুরুতে ঝড়ের আভাস ছিল না জাকির হাসানের ব্যাটে। পরের সময়টাতেও এগিয়ে যাচ্ছিলেন স্বাভাবিক গতিতেই। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি করেন তিনি প্রায় বলপ্রতি রান তুলে। এরপর যেন রুদ্রমূর্তি ধারণ করেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব অধিনায়ক। একের পর এক ছক্কায় নাম লেখান তিনি রেকর্ড বইয়ে। ঢাকা প্রিমিয়ার লিগে শুক্রবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বোলারদের কচুকাটা করে ১২টি ছক্কা মারেন জাকির। পাশাপাশি গড়িয়ে বল সীমানা ছাড়া করেন ৮ বার। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে তিনি আউট হন ১৩২ বলে ১৫৮ রান করে। ‘লিস্ট এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে জাকির নিজেকে তুলে নেন দুইয়ে। একটা সময় অবশ্য মনে হচ্ছিল, সৌম্য সরকারের ছক্কার রেকর্ড হুমকিতে আছে ভালোভাবেই! অনিয়মিত বোলার আকবর আলির বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেট সীমানায় ধরা পড়ে থামে জাকিরের ইনিংস। প্রাইম ব্যাংকের ইনিংসের তখনও ১১ বল বাকি ছিল। সৌম্যর রেকর্ড ছুঁতে তখন আর চারটি ছক্কা দরকার ছিল জাকিরের। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আবাহনী লিমিটেডের হয়ে ১৫৩ বলে ২০৮ রানের ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা মেরেছিলেন সৌম্য। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের একমাত্র ডাবল সেঞ্চুরি এখনও সেটিই। সেদিন ৩১৮ রান তাড়ায় জহুরুল ইসলামকে (১০০) নিয়ে বাংলাদেশের রেকর্ড ৩১২ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন সৌম্য। জাকিরের ছক্কার ঝড় এ দিন মনে করিয়ে দিল সৌম্যর তাÐবকে। রেকর্ডে জাকিরের ওপরে যেমন সৌম্যর নাম, তেমনি জাকিরের ঠিক পরেও আছে তার নাম। আরেক দফায় যে ১১টি ছক্কাও মেরেছিলেন তিনি! ২০১৮ সালে অগ্রণী ব্যাংকের হয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১২৭ বলে ১৫৪ রানের ইনিংসের পথে ওই ১১ ছক্কা মেরেছিলেন সৌম্য। সৌম্যর আগে রেকর্ডটি যার ছিল, তার মূল কাজ বোলিং। তবে দীর্ঘ ক্যারিয়ারে ব্যাট হাতেও স্মরণীয় কিছু ইনিংস তিনি খেলেছেন- মাশরাফি বিন মুর্তজা। ২০১৬ সালে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ধানমÐি ক্লাবের বিপক্ষে শতরানের ইনিংসে মাশরাফি বাউন্ডারি মেরেছিলেন ২টি, কিন্তু ছক্কা হাঁকিয়েছিলেন ১১টি! ৫১ বলে ১০৪ রানের ইনিংসটির পথে সেদিন দ্রæততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন মাশরাফি। ‘লিস্ট এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্রæততম সেঞ্চুরির সেই রেকর্ডটি গত ডিসেম্বরে ভেঙে দেন হাবিবুর রহমান সোহান। বিসিএলের ওয়ানডে সংস্করণে শতরান স্পর্শ করেন তিনি ৪৯ বলে। ১১টি ছক্কার কীর্তি আছে বাংলাদেশের আরও একজন ব্যাটসম্যানের। বিধ্বংসী ব্যাটসম্যান না হলেও ছক্কা মারার জন্য আলাদা পরিচিত তার আছে দেশের ক্রিকেটে। ২০১৯ সালে প্রাইম দোলেশ্বরের হয়ে ১১৬ বলে ১৪৮ রানের অপরাজিত ইনিংসে ওই ছক্কাগুলি মেরেছিলেন সাইফ হাসান। জাকিরের ১২ ছক্কার দিনই প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ১০ ছক্কা মারেন আবাহনী লিমিটেডের অধিনায়ক মোসাদ্দেক। ক্যারিয়ার সেরা ইনিংসে তিনি করেন ১০১ বলে ১৩১ রান। মোসাদ্দেক ছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে ১০ ছক্কা মারতে পেরেছেন এজাজ আহমেদ এনামুল হক ও রকিবুল হাসান। ছক্কার বিশ্ব রেকর্ড থেকে অবশ্য অনেকটাই দূরে সৌম্য-জাকিররা। রেকর্ডটি আদতে অন্য সব ব্যাটম্যানের ধরাছোঁয়ার খানিকটা বাইরে নিয়ে গেছেন অস্ট্রেলিয়ার ডার্সি শর্ট। ২০১৯ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে ২৫৭ রানের ইনিংস খেলার পথে ২৩টি ছক্কা মারেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান। ছক্কার রেকর্ডের দুইয়ে থাকা দুই ব্যাটসম্যানের চেয়ে যা আধডজন বেশি! ২০০৭ সালে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট ডিভিশন টু-তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৯৬ রানের ইনিংসের পথে ১৭টি ছক্কা মারেন নামিবিয়ার জেরি স্নাইম্যান। প্রায় ১১ বছর পর সেই রেকর্ড ভেঙে দেন ডার্সি শর্ট। পরে ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৭১ বলে ১৪৮ রানের খুনে ইনিংসের পথে ১৬ ছক্কা মারেন সেই সময়ের ইংলিশ অধিনায়ক ওয়েন মর্গ্যান। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড হয়ে তা টিকে আছে এখনও। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ ছক্কা সৌম্য ছাড়াও মেরেছেন রোহিত শার্মা, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, রুতুরাজ গায়কোয়াড় ও যুক্তরাষ্ট্রের জাসকারান সিং।
https://www.kaabait.com