স্পোর্টস: সৌ প্রো লিগের শিরোপা জিতল নেইমারের আল হিলাল। তাও আবার তিন ম্যাচ বাকী থাকতে লিগ জয় নিশ্চিত করল হিলাল। তলানিতে থাকা আল হাজেমের বিপক্ষে ৪-১ গোলের বিশাল জয়ে শিরোপা নিশ্চিত হয়ে যায় নেইমারের দলের। সৌদি লিগে হিলালের এটা রেকর্ড ১৯তম এবং সবশেষ পাঁচ মৌসুমে এটা চতুর্থ শিরোপা। গত মৌসুমে শিরোপা জিতেছিল আল ইত্তিহাদ। এবার তারা আছে পাঁচ নম্বরে। ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর আছে দ্বিতীয়স্থানে। সৌদি আরবে পাড়ি জমানোর পর লিগ জয়ের স্বপ্ন এবারো পূরণ হলো না পর্তুগিজ তারকার। আগামী ৩১ মে কিংস কাপের ফাইনালে রোনালদোর নাসরের বিপক্ষে খেলবে আল হিলাল। মৌসুমটা স্বপ্নের মতো কাটছে আল হিলালের। সৌদি লিগে এখনও কোনো ম্যাচ হারেনি তারা। অপরাজিত থেকে শিরোপা নিশ্চিত করার পথে তারা ৩১ ম্যাচ খেলে ২৯ ম্যাচ জয়ের বিপরীতে ড্র করেছে অন্য দুটি। মৌসুমের আর তিন ম্যাচ বাকি থাকতে রোনালদোর আল নাসরের চেয়ে তারা এগিয়ে গেছে ১২ পয়েন্ট। হিলাল যদি বাকী তিন ম্যাচই হারে এবং আল নাসর জিতে তবুও হিলালকে পেছনে ফেলতে পারবে না রোনালদোর দল। আল হাজেমের বিপক্ষে ম্যাচসহ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে টানা ৩৪ ম্যাচ জিতেছে আল হিলাল। শীর্ষ ফুটবলে এটা রেকর্ড। চোটের জন্য অনেকদিন ধরে মাঠের বাইরে নেইমার। ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াও টানা জিতে চলেছে আল হিলাল। হাজেমের বিপক্ষে বড় জয়েও খেলেননি নেইমার। তবে মেয়েকে নিয়ে সতীর্থদের সঙ্গে শিরোপা উৎসবে ছিলেন ব্রাজিল তারকা। আল হিলালের সামনে এখন ট্রেবলের হাতছানি। এপ্রিলে সৌদি সুপার কাপের শিরোপাও জিতেছে তারা। আল নাসরকে হারিয়ে কিংস কাপ জিততে পারলে ট্রেবলের স্বপ্নও পূরণ হবে হিলালের। ইএসপিএন
https://www.kaabait.com