স্পোর্টস: আল নাসরের হয়ে মৌসুমের শেষ ম্যাচে ৩৪ ও ৩৫তম গোল করে সৌদি পেশাদার লিগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। নতুন এই রেকর্ডের পর ৩৯ বছর বয়সী পর্তুগীজ এই ফরোয়ার্ড টুইটারে লিখেছেন, ‘আমি রেকর্ডের পিছনে দৌঁড়াই না, রেকর্ডই আমার পিছনে দৌঁড়ায়।’ রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা আল ইত্তিহাদের বিপক্ষে প্রথমার্ধের স্টপেজ টাইমে প্রথম গোল করার পর ৬৯ মিনিটে হেডের সাহায্যে দ্বিতীয় গোল করেন। রোনাল্ডোর জোড়া গোলে আল নাসর ঘরের মাঠে ৪-২ গোলে জয়ী হয়েছে। এর আগে ২০১৮-১৯ মৌসুমে এই আল নাসরের হয়ে সাবেক মরোক্কান স্ট্রাইকার আবদেরাজাক হামদাল্লাহ ৩৪ গোল করে রেকর্ডটি ধরে রেখেছিলেন। আল নাসর ইতোমধ্যেই লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করা নিশ্চিত করেছিল। চ্যাম্পিয়ন আল হিলালের থেকে তাদের পয়েন্টের ব্যবধান ১৪। ২০২২ সালের ডিসেম্বরে রিয়াদ ভিত্তিক ক্লাব আল নাসরে যোগ দেন রোনাল্ডো। এর মাধ্যমে সৌদি পেশাদার লিগে ইউরোপিয়ান ফুটবলের অন্য তারকাদের দরজা উন্মুক্ত হয়। ২০১৬ ইউরো বিজয়ী পর্তুগালকে নেতৃত্ব দেয়া রোনাল্ডো আগামী মাসে জার্মানীতে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন। এটি তার ক্যারিয়ারের ১১তম আন্তর্জাতিক টুর্নামেন্ট। পুরুষ ফুটবলে সর্বোচ্চ ২০৬টি আন্তর্জাতিক ম্যাচ ও সর্বোচ্চ ১২৮ গোলের রেকর্ডও গড়েছেন রোনাল্ডো।
https://www.kaabait.com