• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪০

সৌদি আরব চাইলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারে: ট্রাম্প

প্রতিনিধি: / ১৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বিদেশ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সৌদি আরব চাইলে এক নিমেষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে। মধ্যপ্রাচ্যের দেশটি ও তেল রপ্তানিকারী অন্যান্য রাষ্ট্র যদি তেলের দাম কমিয়ে দেয়, তাহলে যুদ্ধ থেমে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এ বক্তব্য দেন ট্রাম্প। আল জাজিরার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়। তিনি বলেন, “আমি অবাক হয়েছি যে এখনও সৌদি আরবসহ ওপেকভুক্ত দেশগুলো তেলের দাম কমায়নি। এটি অনেক আগেই করা উচিত ছিল। যদি তেলের দাম কমানো হয়, তাহলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে।” ট্রাম্প আরও বলেন, “খনিজ তেলের উচ্চমূল্যের কারণেই এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। যুদ্ধ থামাতে হলে তেলের দাম কমাতে হবে। যারা এখনো এই সিদ্ধান্ত নেয়নি, তারাও অনেকাংশে দায়ী। হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে, অথচ এই সমস্যার সমাধান একেবারে আমাদের হাতের নাগালে।” ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া, যা প্রায় তিন বছর ধরে চলমান। এই সময়ে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, তিনি ক্ষমতায় থাকলে ২৪ ঘণ্টার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান করে ফেলতেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করে এই সংকট সমাধানের উদ্যোগ নেবেন। এর আগে, রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “যদি যুদ্ধ বন্ধ না হয়, তাহলে রাশিয়া আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হবে।” বিশ্ব রাজনীতিতে সৌদি আরব ও ওপেকভুক্ত দেশগুলোর ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। ট্রাম্পের মন্তব্যের পর আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, তেলের দাম কমানো আসলেই যুদ্ধ বন্ধ করতে পারবে কি না, সেটি নিয়ে বিতর্ক থাকলেও এই ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com