অস্কারজয়ী ইহুদী সুরকার হ্যান্স জিমার। বিশ্বজুড়ে খ্যাতিমান এই সুরকারের অস্কারজয়ী ‘দ্য লায়ন কিং’, ‘দ্য ডার্ক নাইট’ এবং ‘ডুন’-এর মতো সিনেমাগুলোয় কাজের অভিজ্ঞতা রয়েছে। এমনকি বিখ্যাত ‘দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমাতেও কাজ করেছেন এই সুরের জাদুকর। গুঞ্জন উঠেছে, এবার সৌদি আরবের জাতীয় সংগীত নতুন করে সাজানোর দায়িত্ব পেয়েছেন এই মার্কিন সুরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরব তাদের জাতীয় সংগীত নতুন করে সাজানোর পরিকল্পনা করছে। আর সেই কাজেরই দায়িত্বে থাকতে পারেন মার্কিন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার। জানা গেছে, সৌদি আরবের এই প্রস্তাবে ইতোমধ্যে নিজের সম্মতি প্রকাশ করেছেন হ্যান্স। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশিখ। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আলালশিখ লিখেছেন, ‘ভবিষ্যতের জন্য বেশ কিছু প্রকল্প নিয়ে আমাদের পরিকল্পনা আছে। এগুলো নিয়ে আমাদের মাঝে আলোচনাও হয়েছে। আশা করি, শিগগিরই আমরা এসব বাস্তবায়ন করতে পারব। এর মধ্যে সৌদি আরবের জাতীয় সংগীত নতুন করে পুনর্গঠনের পরিকল্পনাও আছে।’ সৌদি আরবের বর্তমান জাতীয় সংগীত ‘আশ আল-মালিক’ (দীর্ঘজীবী হোন বাদশা)-এর রচয়িতা মিসরের সুরকার আবদুর রহমান আল-খতিব। ১৯৪৭ সালে তৎকালীন সৌদির বাদশা আবদুল আজিজের অনুরোধে তিনি এই কাজটি করেছিলেন। এবার সেটিই পুনর্গঠনের দায়িত্ব পেলেন দুবার অস্কার এবং চারবার গ্র্যামিজয়ী সুরকার হ্যান্স জিমার।
https://www.kaabait.com