স্পোর্টস: বাংলাদেশে সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্যান্য সেক্টরেও এই হাওয়া লেগেছে। ব্যতিক্রম নয় ক্রীড়াঙ্গনও। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) রদবদল চাচ্ছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। কেন পরিবর্তন প্রয়োজন তার ব্যাখ্যাও দিয়েছেন ক্রিকেটাররাসহ সংগঠকেরা। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান যেমন অতীতের এক দুর্নীতির কথা বলে পরিবর্তন চাচ্ছেন। জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগকে নেতৃত্ব দেওয়া সোহান সংবাদমাধ্যমকে বলেছেন,‘প্রথম শ্রেণির ম্যাচ যখন খেলেছি বিসিবি থেকে বরাদ্দ থাকে বিভাগীয় দলের জন্য ৩ লাখ টাকা। যেহেতু আমি অধিনায়ক ছিলাম, নিজের চোখে দেখেছি আমাদের জার্সি বানানো হয়েছে ৮০ হাজার টাকায়, ৩০ জন খেলোয়াড়ের জন্য। যা পরার মতো না। ’ক্রিকেটের আরো অনেক সেক্টরে এরকম দুর্নীতি আছে বলে জানিয়েছেন সোহান। তিনি বলেছেন,‘এটার দায়িত্বে নাকি বিভাগীয় সেক্রেটারি থাকে। আপনারা দেখে নেবেন কে ছিল শেষ ১৪-১৫ বছরে। পরে আমরা খেলোয়াড়রা টাকা দিয়ে জার্সি বানিয়েছি। এমন (দুর্নীতি) ক্রিকেটের অনেক সেক্টরেই হয়তো আছে।’ বিসিবিতে ভালো সংগঠকদের আসা উচিত বলে সোহান বলেন,‘ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত। ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। এখানে এসে মোটা অঙ্কের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন, এমন ব্যক্তিদের বোর্ডে না আসাই ভালো।’
https://www.kaabait.com