বিনোদন: দেশ-বিদেশে দুই দফা প্রাক-বিবাহ অনুষ্ঠান আয়োজনের পর গত শুক্রবার বিয়ের পিড়িতে বসেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি, কনে রাধিকা মার্চেন্ট। এই অনুষ্ঠান অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রেখা থেকে শুরু করে বলিউডের প্রায় সব স্তরের তারকাদেরই এক ছাদের নিচে নিয়ে আসেন আম্বানিরা। তাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলি অভিনেত্রী আলিয়া ভাটও। বিয়ের অনুষ্ঠানে সাধারণত শাড়িতেই দেখা যায় এই বলিউড নায়িকাকে। কিন্তু এবার ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি ছেলের বিয়েতে আলিয়া যে শাড়ি পরে দ্যুতি ছড়িয়েছেন, তা রীতিমত বিস্ময় তৈরি করেছে। বলিউড লাইফ ডটকম লিখেছে, মহেশ ভাট কন্যা আলিয়া যে শাড়িটি পরে বিয়েতে গিয়েছিলেন, সেটি ১৬০ বছরে পুরনো। জরি পাড়ের ‘আশাবলী’ ডিজাইনের গুজরাটি পিওর সিল্কের ওই শাড়িতে সোনা, রুপা দিয়ে ট্র্যাডিশনাল নকশা ফুটিয়ে তোলা হয়েছে। ভারতের ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ‘এক্সক্লুসিভ আর্কাইভাল কালেকশন’ থেকে এই শাড়ি আম্বানিদের বিয়ের জন্য বেছে নিয়েছেন আলিয়া।
https://www.kaabait.com