• রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:৩২
সর্বশেষ :
যুক্তরাষ্ট্র তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানি করছে রুশ গ্যাস স্টেশনে বিস্ফোরণ, মস্কো-কিয়েভ পাল্টাপাল্টি অভিযোগ জার্মানির শিল্প খাতে বাড়ছে চীনা প্রভাব, হুমকিতে কর্মসংস্থান-জিডিপি সেনাবাহিনী সুদানে প্রেসিডেন্সিয়াল প্যালেস পুনর্দখল করেছে তুরস্কে তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ: বাড়ি বাড়ি অভিযান, আটক ৯৭ ‘রাষ্ট্রবিরোধী’ পোস্টের পাকিস্তানে অভিযোগে সাংবাদিক আটক সহিংস অপরাধের বৃদ্ধি রোধে ব্যর্থতার জন্য পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩২ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ যুক্তরাজ্যের নৌকা ডুবে ইন্দোনেশিয়ায় পর্যটক নিহত ইনজুরির কারণে মাঠে ফেরা হলো না ম্যাট হেনরির

সূচক বাড়লেও কমেছে কোম্পানির শেয়ারদর

প্রতিনিধি: / ৮১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

অর্থনীতি: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি এই বাজারে লেনদেনও বেড়েছে। অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত রোববার ডিএসইতে লেনদেনের শুরুতে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়লে এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত বিক্রয় চাপে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমায় সূচকটি মাত্র ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৭ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৬ পয়েন্টে আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন এই বাজারে লেনদেনকৃত মোট ৩৯৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২৩২টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর। গত রোববার ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ৭৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৫২ কোটি ৯৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৮০ লাখ টাকা। দেশের প্রধান এই শেয়ারবাজারে গত রোববার টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশটি কোম্পানি হলো- সি পার্ল বিচ রিসোর্ট, লিন্ডে বাংলাদেশ, ওরিয়ন ফার্মা, বিচ হ্যাচারি, ওরিয়ন ইনফিউশ, এশিয়াটিক ল্যাবরেটরিস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ইউনিক হোটেল। অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) গত রোববার লেনদেনকৃত মোট ২০৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। এতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৪ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৯৮ লাখ টাকা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com