আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জেলে-বাওয়ালীদের মাঝে কম্বল বিতরণ করেছে বনবিভাগ। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রেঞ্জ কার্যালয়ে ১২৫ জন বনজীবীর হাতে এই কম্বল তুলে দেন রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান।
এসিএফ জানান, সুন্দরবনের পেশাজীবীরা সবাই দরিদ্র শ্রেণির মানুষ।
জীবিকার তাগিদে তারা সুন্দরবনে গিয়ে প্রচন্ড শীতে অনেকেই অসুস্থ
হয়ে পড়েন। তাই তাদের এই কষ্টের কথা চিন্তা করে শীত নিবরণের জন্য কম্বল
দেওয়া হয়েছে। বনবিভাগের নিজস্ব অর্থে থেকে কম্বল কেনা হয়েছে। প্রথম
পর্যায় ১২৫জনকে দেওয়া হয়। আরো যেসব জেলে-বাওয়ালী রয়েছেন পরবর্তীতে
তাদেরকেও দেওয়ার পরিকল্পনা রয়েছে।
https://www.kaabait.com