• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:৩১
সর্বশেষ :
জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের আবারও ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোজ্যতেল নিয়ে দেশে তেলেসমতি চলছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় বড় ধরনের সংকটের শঙ্কা পাইকগাছায় আম গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষীরা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ৩ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় চারজন ডাক্তার আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য

সিলেটের সাথে সহজ জয় পেলো বরিশাল

প্রতিনিধি: / ২৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নামা সিলেট তোলে মাত্র ১২৫ রানের পুঁজি। ৫৭ বল এবং ৭ উইকেট হাতে রেখে সেই রান পেরিয়ে যায় বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশাল। টসে হেরে ব্যাট করতে নামা সিলেটের শুরুটা অত খারাপ হয়নি। প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন ওপেনার রনি তালুকদার। এরপর পরিস্থিতি সামাল দিয়েছেন রাহকিম কর্নওয়াল এবং জাকির হাসান। আগ্রাসী ব্যাটিংয়ে কর্নওয়াল ১২ বলে ১৮ রান করে বিদায় নেন। এরপর জাকিরের সাথে যোগ দেন জর্জ মানসি। জাকির রয়েসয়ে আগাচ্ছিলেন। মানসি ছিলেন মারমুখি। ১৩ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেছেন মানসি। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৬০ রান তোলে সিলেট। মানসি থেমেছেন দলের ৭৬ রানের মাথায়। মানসির বিদায়ের পর ধীর হয়ে যায় সিলেটের রানের গতি। জাকির আউট হন ২৬ বলে ২৫ রান করে। বাকিরা ক্রিজে এসে কেবল ধুঁকেছেন। শেষ দিকে অধিনায়ক আরিফুল হক চালিয়েছেন লড়াই। সেই সুবাদে ১০০ পেরিয়েছে সিলেটের ইনিংস। ২৯ বলে ৩৬ রানের লড়াকু ইনিংস খেলেন আরিফুল। ১৮.২ ওভারের খেলা শেষে ১২৫ রান তুলে থেমেছে সিলেট। বরিশালের হয়ে ৩টি করে উইকেট নেন জাহানদাদ খান এবং রিশাদ হোসেন। এছাড়া ২ উইকেট তোলেন ফাহিম আশরাফ। ১টি করে উইকেট নেন কাইল মেয়ার্স এবং শাহীন শাহ আফ্রিদি। জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খেয়েছে বরিশাল। দুই ওপেনার তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফিরেছেন দ্রæতই। ইনিংসের প্রথম বলে গোল্ডেন ডাক মেরে আউট হন তামিম। শান্ত ফিরেছেন পরের ওভারে। ৩ বলে ৪ রান করেন তিনি। ৬ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বরিশাল। সেই চাপ থেকে দলকে উদ্ধার করেছেন কাইল মেয়ার্স এবং তাওহিদ হৃদয়। শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়েছেন দুজন। পাওয়ারপ্লের ফায়দা লুটেছেন মারমুখি ব্যাটিংয়ে। ৬ ওভারে দুই ওপেনারকে হারিয়ে ৫৫ রান তুলেছে বরিশাল। পাওয়ারপ্লে শেষে আগ্রাসী ব্যাটিংয়ের মাত্রা বাড়িয়েছেন মেয়ার্স এবং হৃদয়। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে দারুণভাবে এগিয়েছে বরিশাল। সিলেটের বোলারদের পিটিয়ে তক্তা বানাচ্ছিলেন মেয়ার্স এবং হৃদয়। কোনোরকম বিপদ হতে দেননি দুজন। তাদের সাবলীল ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নেওয়ার পথে ছিল ফরচুন বরিশাল। মেয়ার্স এবং হৃদয়ের ব্যাটিংয়ের কোনো জবাবই যেন দিতে পারছিলেন না সিলেটের বোলাররা। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে টর্নেডো গতিতে রান তুলে থাকেন মেয়ার্স-হৃদয়। নিজেরাও চলে যাচ্ছিলেন ফিফটির কাছাকাছি। উইকেটের চারপাশে দারুণ সব শটে দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে এগোতে থাকেন মেয়ার্স এবং হৃদয়। ফিফটি ছুঁয়েছেন মেয়ার্স। হৃদয়ও ফিফটির কাছাকাছি ছিলেন। তবে একদম শেষ দিকে গিয়ে থেমেছেন তিনি। ২৭ বলে ৪৮ রানের ইনিংস খেলে দলের ১২২ রানের মাথাতে আউট হয়েছেন হৃদয়। বাকি সময়ে খুব একটা বেগ পেতে হয়নি বরিশালকে। জাহানদাদের ব্যাট থেকে আসা চারের মারে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। মেয়ার্স অপরাজিত ছিলেন ৩১ বলে ৫৯ রানের ইনিংস খেলে। ৫৭ বল এবং ৭ উইকেট হাতে রেখে রাজসিক জয় তুলে নেউ ফরচুন বরিশাল। সিলেটের হয়ে ২ উইকেট নেন তানজিম হাসান সাকিব। ১ উইকেট তুলেছেন রাহকিম কর্নওয়াল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com