• শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১০:৫১
সর্বশেষ :
ফকিরহাটে ফেরদাউস আলমের আর্থিক সহযোগীতায় ১৪৬ দরিদ্র পরিবার পেল ২৫ কেজি করে চাল  শরীয়তপুরে দুই কাপড় ব্যবসায়ীকে অপহরণ, তিন পুলিশ সদস্যসহ আটক ৪ তামিম ইকবাল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরলেন যুগ্ম-সচিব পদে পদোন্নতি ঘিরে প্রশাসনে বিরাজ করছে চাপা ক্ষোভ মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প পার্বত্য চট্টগ্রামে নাশকতায় বন্ধ রবির অর্ধশতাধিক মোবাইল টাওয়ার প্রধান উপদেষ্টা শান্তি প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চান নারী সুরক্ষায় রাজধানীর ৮ থানায় ‘হেল্প অ্যাপ’ চালু বাংলাদেশ ও চীনের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর ফকিরহাটে মানসা কালি মন্দিরে ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

সিঙ্গাপুর এয়ারলাইনসের বোয়িং বিমানে ‘তীব্র ঝাঁকি’, ১ আরোহীর মৃত্যু

প্রতিনিধি: / ৯৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪

বিদেশ : সিঙ্গাপুর এয়ারলাইনস জানিয়েছে, মঙ্গলবার লন্ডন থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় একটি বোয়িং ৭৭৭ বিমানে ‘তীব্র ঝাঁকি’ অনুভব হয়। এতে একজন আরোহীর মৃত্যু হয় এবং একাধিক আরোহী আহত হয়। এয়ারলাইনটি ফেসবুকে এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করছি, বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানে আরোহীরা আহত এবং একজনের মৃত্যু হয়েছে। ফ্লাইটে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছে, তাদের আঘাতের পরিমাণ বা নিহত ব্যক্তি যাত্রী না ক্রু সদস্য তা জানায়নি সিঙ্গাপুর এয়ারলাইনস। এয়ারলাইনটি বলেছে, ফ্লাইট এসকিউ৩২১ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর ‘যাত্রাপথে তীব্র ঝাঁকির হয়’। এরপর বিমানটি ব্যাঙ্ককের দিকে মোড় নেয় এবং স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে অবতরণ করে। সিঙ্গাপুর এয়ারলাইনস আরো বলেছে, ‘আমরা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য থাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং যেকোনো অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য ব্যাঙ্ককে একটি দল পাঠাচ্ছি। ’সূত্র : এএফপি

 

 

 

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com