• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১

সারোয়ার খান কলেজের প্রশংসনীয় উদ্যোগ: পরিবেশ রক্ষা ও পাখির অভয়ারণ্য সৃষ্টিতে রোপণ করা হচ্ছে শতাধিক গাছ

প্রতিনিধি: / ৬০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪

সারোয়ার খান কলেজের প্রশংসনীয় উদ্যোগ:
পরিবেশ রক্ষা ও পাখির অভয়ারণ্য সৃষ্টিতে রোপণ করা হচ্ছে শতাধিক গাছ

নিজস্ব প্রতিনিধি: চলতি বর্ষা মৌসুমে দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে শতাধিক ফলজ বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
গত ৭ জুলাই ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন। এসময় ২৫ টি নারকেল চারা কলেজ ক্যাম্পাসে রোপণ করা হয় ।
গতকাল ১০ জুলাই কর্মসূচির দ্বিতীয় দিনে ক্যাম্পাসে ২৫টি কাঠাল চারা সহ ও অন্যান্য ফলজ বৃক্ষ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন
পরিচালনা পর্ষদের সদস্য এম সিদ্দিক-উজ-জামান, সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শেখ মোঃ ফরহাদ হোসেন,কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল হক বাবুল, প্রভাষক রেজাউল ইসলাম, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক ওমর আলী প্রমুখ।
কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন জানান, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট প্রকৌশলী শেখ মুনির আহমেদের নির্দেশনায় চলতি বছর বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে । বিগত বছরও কলেজে অনুরূপ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। তিনি বলেন, শুধু বৃক্ষ রোপণ নয় সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এ গাছগুলোতে।যাতে পাখিরা নির্বিঘ্নে বসবাস করতে পারে তার ব্যবস্থা করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com