• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, রাশিয়ায় নিহত ২

প্রতিনিধি: / ২৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চলে সামরিক বাহিনীর একটি এমআই-২৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানে থাকা দুজন ক্রু নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনবসতিহীন এলাকায় জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় বলছে, এমআই-২৮ হেলিকপ্টারটি রুটিন প্রশিক্ষণের সময় কালুগা অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন। প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দূর্ঘটনা হতে পারে বলে ধারণা করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে সতর্ক করা হয়েছে। এমআই-২৮ হেলিকপ্টারটি সোভিয়েত আমলে নির্মিত একটি মডেল, যা ১৯৮২ সালে প্রথম আকাশে ওড়ে। এটি দুই আসন বিশিষ্ট একটি যুদ্ধ হেলিকপ্টার, যা মূলত আক্রমণাত্মক মিশন এবং যুদ্ধের কাজে ব্যবহৃত হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এমআই-২৮ হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে খুবই কার্যকর হলেও বিভিন্ন যান্ত্রিক সমস্যার ইতিহাস রয়েছে এটির। তবে এর রক্ষণাবেক্ষণ ও অপারেশনাল কার্যক্রমে সমস্যা হতে পারে। রাশিয়ার এই সামরিক হেলিকপ্টারটি বিভিন্ন মিশনে ব্যবহার করা হয়, বিশেষ করে বিভিন্ন আক্রমণাত্মক মিশনে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com