• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

সাবেক প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর কারণ জানাল ইরান

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: গত মে মাসে ইরানের পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যুর কারণ নিয়ে দেখা যায় ধোঁয়াশা, উঠে আসে নানা কারণ। তবে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় দেশটির বৈরী আবহাওয়াকেই চুড়ান্তভাবে দায়ী করেছেন তদন্তকারীরা। রাইসির মৃত্যুর চুড়ান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বৈরী আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয়েছিল রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি, যার ফলে নিহত হন রাইসিসহ আরও সাতজন। গত রোববার ইরানের সাবেক প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর চ‚ড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে দেশটির সামরিক বাহিনীর সুপ্রিম বোর্ড অব দ্য জেনারেল স্টাফ। ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবির বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। চ‚ড়ান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলের চরম বৈরী জলবায়ু ও আবহাওয়াজনিত পরিস্থিতি রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার প্রধান কারণ। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। গত মে মাসেও ইরানের সেনাবাহিনী জানিয়েছিল, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে ‘অপরাধমূলক কর্মকাÐের’ কোন প্রমাণ পায়নি তাঁরা। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মূলত কট্টরপন্থী প্রেসিডেন্ট ছিলেন, যাকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধারণা করা হত। গত ১৯ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে গিয়ে জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে থাকা সবার মরদেহ উদ্ধার করা হয়।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com