• শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭

সাকিব ব্যাটিংয়ে রান পেলেও বোলিংয়ে খরুচে

প্রতিনিধি: / ২৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪

স্পোর্টস: মুখোমুখি হওয়া তৃতীয় বলে চার মেরে রানের খাতা খুললেন সাকিব আল হাসান। পরে মারলেন আরও কয়েকটি বাউন্ডারি। ভালো শুরু পেয়েও ইনিংসটি বড় করতে পারলেন না তিনি। পরে বল হাতে আরেকটি খরুচে দিন পার করলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সোমবার স্যান ফ্র্যানসিস্কো ইউনিকর্নসের বিপক্ষে ব্যাট হাতে কিছু রান পেলেও বোলিংয়ে একেবারেই নিষ্প্রভ ছিলেন সাকিব। লস অ্যাঞ্জেলেসের এই ক্রিকেটার ৬ চারে ২৬ বলে করেন ৩৫ রান। পরে ২ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান খরচ করে পাননি কোনো উইকেট। তিনটি ছক্কা ও একটি চার হজম করেন তিনি। ফিন অ্যালেন ও ম্যাথু শর্টের তাÐবে ম্যাচটি ৬ উইকেটে জিতে যায় স্যান ফ্র্যানসিস্কো। প্রতিপক্ষের ১৬৫ রান পেরিয়ে যায় তারা ২৮ বল বাকি থাকতে। ৫ ছক্কা ও ৪টি চারে ৩৭ বলে ৬৩ রান করেন অ্যালেন। ২৬ বলে ৫৮ রান করতে শর্ট মারেন পাঁচটি ছক্কা ও তিনটি চার। ডালাসে এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা লস অ্যাঞ্জেলেস ১৫ রানে হারিয়ে ফেলে দুই উইকেট। চতুর্থ ওভারে ক্রিজে যান সাকিব। চাপে পড়া লস অ্যাঞ্জেলেসের এক প্রান্ত কিছুক্ষণ ধরে রাখেন তিনি। প্রথম দুই বল ডট দেওয়ার পর শর্টের শর্ট বল উইকেট ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টায় তার ব্যাটের কানায় লেগে শর্ট থার্ডম্যান ও পয়েন্ট ফিল্ডারের মাঝ দিয়ে হয় চার। পরে হারিস রউফের গতিময় শর্ট বলে ফাইন লেগ দিয়ে হাঁকান আরেকটি বাউন্ডারি। পাওয়ার প্লের পরের ওভারে জেসন রয় বিদায় নিলে আরও চাপে পড়ে যায় লস অ্যাঞ্জেলেস। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের রানের চাকা সচল রাখেন সাকিব। লিয়াম প্লাঙ্কেট ও শর্টকে মারেন দুটি করে চার। ভালো খেলতে থাকা সাকিবের বিদায় ঘণ্টা বাজে দ্বাদশ ওভারে। পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদের ডেলিভারিটি লেগ সাইডে খেলার চেষ্টায় গড়বড় করে ফেলেন তিনি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপারের গøাভসে। নিজের ওপর ক্ষোভ ঝাড়তে দেখা যায় সাকিবকে। সাকিবের ৩৫ রান লস অ্যাঞ্জেলেসের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। ৩ ছক্কা ও ২ চারে ২৫ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। স্যান ফ্র্যানসিস্কোর রান তাড়ায় চতুর্থ ওভারে আক্রমণে আসে সাকিব। বাঁহাতি এই স্পিনারের প্রথম বলে ডাবল নিয়ে দ্বিতীয় ডেলিভারি কাভার-পয়েন্টের ওপর দিয়ে চার মারেন ফিন অ্যালেন। পরের দুই বলে আসে দুটি সিঙ্গেল। শেষ দুই বলে রান নিয়ে পারেননি অ্যালেন। ওভারটি থেকে আসে ৮ রান। পাওয়ার প্লের শেষ ওভার সাকিবের ওপর ঝড় বইয়ে দেন অ্যালেন। প্রথম বলে সিঙ্গেল নিয়ে নিউ জিল্যান্ড ওপেনারকে স্ট্রাইক দেন শর্ট। পরের তিন বলে তিনটি ছক্কা হাঁকান অ্যালেন। প্রথমটি লং-অন দিয়ে ফেলেন গ্যালারিতে। পরেরটি সোজা সাইটস্ক্রিনে। তৃতীয়টি আবার মারেন লং-অন দিয়ে। শেষ দুই বলে হয়নি কোনো রান। নিজের দ্বিতীয় ওভারে ১৯ রান দেওয়া সাকিবকে আর বোলিংয়েই আনেননি লস অ্যাঞ্জেলেস অধিনায়ক। মেজর লিগে নিজের অভিষেক ম্যাচেও পুরো ৪ ওভার করেননি সাকিব। টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ওই দিন ৩ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন তিনি। ব্যাট হাতে ১৩ বলে করেছিলেন ১৮ রান।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com