• রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০২:০৬
সর্বশেষ :
যুক্তরাষ্ট্র তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানি করছে রুশ গ্যাস স্টেশনে বিস্ফোরণ, মস্কো-কিয়েভ পাল্টাপাল্টি অভিযোগ জার্মানির শিল্প খাতে বাড়ছে চীনা প্রভাব, হুমকিতে কর্মসংস্থান-জিডিপি সেনাবাহিনী সুদানে প্রেসিডেন্সিয়াল প্যালেস পুনর্দখল করেছে তুরস্কে তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ: বাড়ি বাড়ি অভিযান, আটক ৯৭ ‘রাষ্ট্রবিরোধী’ পোস্টের পাকিস্তানে অভিযোগে সাংবাদিক আটক সহিংস অপরাধের বৃদ্ধি রোধে ব্যর্থতার জন্য পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩২ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ যুক্তরাজ্যের নৌকা ডুবে ইন্দোনেশিয়ায় পর্যটক নিহত ইনজুরির কারণে মাঠে ফেরা হলো না ম্যাট হেনরির

সাকিবের নাম আইসিসি র‌্যাংকিং সেরা পাঁচে নেই

প্রতিনিধি: / ৮৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

স্পোর্টস: সময় ভালো যাচ্ছে না, গেল বছর থেকেই ২২ গজে ভুগছেন দেশসেরা অলরাউন্ডার। তাতেই এক যুগ পর আইসিসির র‌্যাংকিংয়ে সেরা পাঁচে জায়গা হারিয়েছেন দেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। লম্বা সময় ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষ স্থানে জায়গা ধরে রেখেছিলেন। তবে গেল কয়েক মাস ধরে মাঠের পারফরম্যান্সে নিজের নামের সুবিচার করতে পারছেন না তিনি। আর তাতেই র‌্যাংকিংয়ে তার অবনতি হচ্ছে। বুধবার বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি যথারীতি তাদের সাপ্তাহিক র‌্যাংকিং প্রকাশ করেছে। যেখানে দেখা গিয়েছে গেল সপ্তাহে তিনে অবস্থান করা সাকিব আল হাসান তিন ধাপ নিচে নেমে অবস্থান করছে ছয়ে। এর আগে ২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর গত ১২ বছরে তিনি কখনো পাঁচের নিচে ছিলেন না। এ ছাড়া গেল সপ্তাহে এ তালিকায় শীষস্থানে উঠা অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস নেমে এসেছেন তিনে। আর সবার বাজে জায়গা হারানোতে তালিকার চ‚ড়ায় জায়গা ফিরে পেয়েছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এদিকে ব্যাটিংয়ে তাওহীদ হৃদয়, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের উন্নতি হয়েছে তালিকার চ‚ড়ায় উঠেছেন অজি মারকুটে ব্যাটার ট্রাভিস হেড। পাশাপাশি বোলিংয়ে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবও উন্নতি করেছেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সামনে ছিল টুর্নামেন্টে নিজেদের নতুন ইতিহাস গড়ার হাঁতছানি। সুযোগ কাজে লাগিয়ে ছিল সেমিফাইনাল খেলার সম্ভাবনাও। তবে লাল-সবুজের প্রতিনিধিরা হয়েছেন ব্যর্থ তাদের ওপর দাপট দেখিয়েই প্রথমবারের মতো সেমিতে উঠে আফগানিস্তান। এ ছাড়া পুরো বিশ্বকাপেই শান্তদের পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। বোলাররা কয়েকটি ম্যাচে ঠিক ঠাক কাজ করতে পারলেও পুরো আসর জুড়েই ছিল ব্যর্থতার বৃত্তে আটকা ছিল দলের ব্যাটিং ও ফিল্ডিং ডিপার্টমেন্ট।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com