বিনোদন: বলিউড তারকা হওয়া সত্তে¡ও সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকেন সাইফ আলি খান। এমনটাই জানেন সকলে। তবে সাইফ জানালেন ভিন্ন কথা। স¤প্রতি হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন, তার গোপন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। সাইফ বলেন, ‘আমার ইনস্টাগ্রাম অ্যাপ এবং একটা গোপন অ্যাকাউন্টও রয়েছে। আমি মাঝে মাঝেই তাতে ব্রাউজ করি, তবে এটা যে আমি ভীষণ উপভোগ করি, তা একদমই নয়। যখনই আমি কিছুক্ষণের জন্য ব্রাউজ করি, তখনই ভাবি, এটা ডিলিট করে দেব। তবে নাহ, অ্যাকাউন্টটি রয়েই গেছে।’ সাইফ আরও জানিয়েছেন, যে তিনি সোশ্যাল মিডিয়ার স্পটলাইট থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতেই পছন্দ করেন। কারণ তিনি নিজের সম্পর্কে কোনো ছবি বা অন্যকিছু পোস্ট করতে চান না। অভিনেতা বলেন, ‘আমি এমন কিছুতে আটকে যেতে চাই না যেখানে আমাকে অন্যের জিনিস পোস্ট করতে হবে। আমার সত্যিই এসব একেবারেই ভালো লাগে না। আমাকে কেউ কিছু প্রচার করতে বলতে আগ্রহী নয় কারণ তারা জানেন যে আমি সামাজিক মানুষ নই। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেই তাই আমি অনেক শান্তি পাই।’ তবে সাইফ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলেও তার স্ত্রী করিনা অবশ্য সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ। ভক্তদের সাথে প্রায়ই নিজের ছবি এবং কাজের আপডেট শেয়ার করেন কারিনা।
https://www.kaabait.com