আন্তজার্তিক ডেস্ক: পাকিস্তানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি কর্মচারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না। সরকারি বিভিন্ন তথ্য ও নথির প্রকাশ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংস্থাপন বিভাগ। গত মঙ্গলবার পাকিস্তানের সংস্থাপন বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মীদের সরকারি চাকরিজীবী (আচরণ) বিধিমালা ১৯৬৪ মেনে চলা বাধ্যতামূলক করেছে পাকিস্তান সরকার। অনুমতি ছাড়া সরকারি কর্মচারীরা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না। সরকারের সুনাম নষ্ট করে এমন কোনো মতামত বা তথ্য প্রকাশ করতে পারবেন না তাঁরা। সূত্র : জিও নিউজ
https://www.kaabait.com