• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৭
সর্বশেষ :
বাগেরহাটে দুইদিন ব্যাপী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী বাগেরহাটে পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলার প্রতিবাদে ছাত্র সমাজের বিক্ষোভ বার্ড ফ্লুর প্রকোপে ডিম বিক্রি সীমিত যুক্তরাষ্ট্রে, বেড়ে গেছে চুরি কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলি জনপ্রিয় শপিং মলে বিস্ফোরণে তাইওয়ানে নিহত কমপক্ষে ৫ ইসরাইলের গাজায় ‘জাহান্নামের সব দরজা’ খুলে দেয়ার হুমকি ট্রাম্প সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পকে এক কোটি ডলার ক্ষতিপূরণ মাস্কের ক্যালিফোর্নিয়া কিনে নিতে ডেনমার্কের পক্ষে অনলাইনে আবেদন! মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা,আফগানিস্তানে হতাহত ৪

সন্ধ্যা রায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেত্রী

প্রতিনিধি: / ৭৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ জুন, ২০২৪

বিনোদন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতীয় অভিনেত্রী সন্ধ্যা রায়। কয়েকদিন আগে বুকে সমস্যার কারণে বর্ষীয়ান এ অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন অনেকটাই ভালো আছেন তিনি। সেই কারণেই অভিনেত্রীকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা। জানা গেছে, অভিনেত্রী সন্ধ্যা রায় বুকে অস্বস্তি বোধ করছিলেন। সঙ্গে নাকি শ্বাসকষ্টও ছিল তার। সেই কারণেই কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয় সন্ধ্যা রায়কে। গত সোমবার প্রবীণ অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে শোনা যায়, তার আগের শনিবারই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রেশারের সমস্যা রয়েছে অভিনেত্রীর। উচ্চরক্তচাপ বড় চিন্তার কারণ ছিল। এ ছাড়া তার ডায়াবেটিও রয়েছে। ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি ও রক্তসহ বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয় সন্ধ্যা রায়ের। অভিজ্ঞ চিকিৎসকদের একটি তাকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছিলেন। গত শুক্রবার অভিনেত্রীকে বাড়ির যাওয়ার অনুমতি দেওয়া হয়। অভিনেত্রী সন্ধ্যা রায়ের জন্মের কিছুদিন পর বাংলাদেশ এসেছিল তার পরিবার। পরে ১৯৫৭ সালে ভারতে ফেরেন সন্ধ্যা রায় ও তার পরিবারের সদস্যরা। ষাটের দশকে সিনেমার জগতে প্রবেশ করে সন্ধ্যা রায়। ‘মায়া মৃগ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘বাঘিনী’, ‘অশনী সংকেত’, ‘দাদার কীর্তি’, ‘ভ্রান্তিবিলাস’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ঠগিনী’, ‘রাহগির’, ‘নবাব’, ‘সত্য মিথ্যা’ ‘বাবা তারকনাথ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com