• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:২২

সন্দীপ লামিচানেকে বিশ্বকাপে পেতে উঠেপড়ে লেগেছে নেপাল 

প্রতিনিধি: / ৫১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

স্পোর্টস: ধর্ষণের মামলায় ফেঁসে গিয়েছিলেন সন্দীপ লামিচানে। ৮ বছরের জেলও হয়েছিল তার। উচ্চ আদালতে আপিল করার পর নির্দোষ প্রমাণিত হয়েছেন নেপালের এই তারকা ক্রিকেটার। বিশ্বকাপে দেশের সেরা ক্রিকেটারকে পাওয়া যাবে, এ ভেবে স্বস্তি ফিরেছিল নেপাল শিবিরে। এরইমধ্যে আসে দুঃসংবাদ, লামিচানের ভিসা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই লেগস্পিনারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে হাল ছাড়েনি নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। দলের তারকা ক্রিকেটারকে যে কোনো মূল্যে পেতে চায় তারা। তাদের পক্ষ থেকে দেশের সরকারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে। নেপালে আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলা হয়েছে এরই মধ্যে। যদিও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার যে সময়ও দিয়েছিল, তা পেরিয়ে গেছে। ফলে সহজেই বিশ্বকাপে দলে ঢুকে যেতে পারবেন না লামিচানে। যদি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা পান, তবে তাকে স্কোয়াডে নিতে হলে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে। সেটার জন্য ঝক্কি-ঝামেলা আছে। সাধারণত চোট বা জরুরি কোনো প্রয়োজন ছাড়া বিশ্বকাপ দলে পরিবর্তন করার অনুমোদন দেয় না আইসিসি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল পড়েছে ‘ডি’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলবে নেপাল। পরের দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com