• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

সঞ্চয়পত্রের সুদহার বাড়ছে, বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ

প্রতিনিধি: / ৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সঞ্চয়পত্রের সুদহার বাড়ানো হচ্ছে, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সঞ্চয়পত্রের সুদহার অন্তত ১ শতাংশ বাড়ানো হয়েছে এবং কিছু নির্দিষ্ট বিনিয়োগ পরিমাণে আরও বেশি সুদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপে সরকার সঞ্চয়পত্রের মুনাফার হার ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে যাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন সুদহার ৫ বছর ও ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে, সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীরা ৫০ বেসিস পয়েন্ট (০.৫০%) বেশি সুদ পাবেন। এর ফলে, সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য সুদহার ১২ দশমিক ৪০ শতাংশ পর্যন্ত পৌঁছাবে, যা বর্তমান সুদহার ১১ দশমিক ২৮ শতাংশের তুলনায় প্রায় ১ শতাংশ বেশি।

এছাড়া, তিন বছর মেয়াদি সঞ্চয়পত্রের সুদহারও বৃদ্ধি করা হয়েছে। সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে সুদহার দাঁড়াবে ১২ দশমিক ৩০ শতাংশ, আর এর বেশি বিনিয়োগে সুদ হবে ১২ দশমিক ২৫ শতাংশ। ৫ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার নিচে বিনিয়োগকারীরা পাবেন ১২ দশমিক ৫৫ শতাংশ সুদ।

বর্তমানে ব্যাংকগুলো স্থায়ী আমানতে ৯ থেকে ১১ শতাংশ সুদ দিচ্ছে, তবে কিছু ব্যাংক ১৩ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে। এরই মধ্যে সঞ্চয়পত্রের সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ব্যাংক আমানতের সঙ্গে সঞ্চয়পত্রের সুদের হার সমন্বয় করা যায়।

অর্থ বিভাগ জানায়, নতুন সুদহার ১ জানুয়ারি থেকে আগামী জুন পর্যন্ত প্রযোজ্য হবে, এবং পরবর্তীতে সুদহার পুনঃনির্ধারণ করা হবে। নতুন সুদহার পরিবর্তনের ফলে বিনিয়োগকারীরা বেশ কিছু লাভবান হবেন, বিশেষত যারা সঞ্চয়পত্রের মধ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন।

বিশ্লেষকরা মনে করছেন, সরকার এই সিদ্ধান্তে রাজস্ব আয়ের ঘাটতি পূরণের জন্য সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। গত কয়েক বছর ধরে সঞ্চয়পত্রের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা হলেও চলতি বছর সরকারের সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ১৫ হাজার ৪০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীদের জন্য নতুন সুদহার কিছুটা বেশি করা হয়েছে, যা তাদের জন্য আরও বেশি লাভজনক হবে। তবে, এই সুদহার শুধু নতুন বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য হবে এবং পুরনো বিনিয়োগকারীরা আগের সুদহারই পাবেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com