• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৯

সংবাদ প্রকাশের পর ক্যান্সারে আক্রান্ত মরিয়মকে চিকিৎসার অর্থ সহায়তা 

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়ঃ দৈনিক সকালের সময়, অনলাইন দর্পন, অনলাইন শিক্ষা তথ্য, অনলাইন দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন  পত্রিকায়  সংবাদ প্রকাশের পর ক্যান্সার রোগিকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে সমাজ সেবা অধিদপ্তর পঞ্চগড়।
প্রতিবন্ধী দম্পতি মোস্তফা-ফুলজান বেগমের মেয়ে মরিয়ম মরণব্যাধি স্তন (ব্রেস্ট)ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন।  গত ১৩ মে ২০২৪ তারিখে নাগরিক টিভি, দৈনিক সকালের সময়,অনলাইন দর্পন, অনলাইন শিক্ষা তথ্য, অনলাইন দক্ষিণাঞ্চল সহ পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়।পরে সংবাদটি জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের নজরে আসলে, সমাজসেবা অধিদপ্তরকে বিষয়টি দেখার দায়িত্ব দেন তিনি।
নাগরিক টিভি,দৈনিক সকালের সময় অনলাইন দর্পন, অনলাইন শিক্ষা তথ্য, অনলাইন দক্ষিণাঞ্চল সহ  পত্রিকায় সংবাদ প্রকাশের পর ক্যান্সার রোগিকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে সমাজ সেবা অধিদপ্তর পঞ্চগড়।
মরণব্যাধি স্তন(ব্রেস্ট)ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন মরিয়ম বেগম (৩৮)। গত ১৩ মে ২০২৪ তারিখে দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়।
বৃহস্পতিবার দুপুরে সমাজসেবা কার্যালয় পঞ্চগড়ের উপপরিচালক, অনিরুদ্ধ কুমার রায় মরিয়মের বাড়ি পঞ্চগড় পৌর শহরের পুর্ব তুলারডাঙ্গা এলাকায় গিয়ে ৫০ হাজার টাকার একটি চেক ক্যান্সারে আক্রান্ত মরিয়মের হাতে তুলে দেন।
প্রতিবন্ধী দম্পতি মোস্তফা-ফুলজান বেগমের মেয়ে মরিয়ম।তারা জানান এই টাকায় হয়তো তাকে বাঁচানো সম্ভব না। তারপরও যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে একটু হলেও চিকিৎসা করা যাবে।
সমাজসেবা কার্যালয় পঞ্চগড়ের উপপরিচালক, অনিরুদ্ধ কুমার রায় জানান, দৈনিক সকালের সময় পত্রিকার সংবাদটি পঞ্চগড় জেলা প্রশাসকের নজরে আসলে
তিনি বিষয়টি তদন্তের দায়িত্ব দেন, তাই আজ মরিয়মের চিকিৎসার জন্য সমাজ সেবা অধিদপ্তর পঞ্চগড় থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com