• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসলেন অনিমেষ

প্রতিনিধি: / ২০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

কোক স্টুডিওর নাসেক নাসেক গানের পর পরিচিতি পেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী অনিমেষ রায়।  প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘ক্ষমা চাই’। মিউজিক ভিডিওসহ গানটি দেখা যাবে ইউটিউবে। রাফিউজ্জামান রাফির কথায় গানটির সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর, সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটি নিয়ে অনিমেষ বলেন, ‘গানটি আশা করি সবার ভালো লাগবে। মাটির সুর, কথায় আধ্যাত্মবাদের যোগ আছে। সঙ্গে সংগীতায়োজনের দারুণ সমন্বয় হয়েছে। আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা শ্রোতাদের ওপর নির্ভর করছে।’ আলাউদ্দিন মাহমুদ সমীর বলেন, ‘গানটি আমাদের অনেক দিনের প্রকল্প। সবার শ্রম ও ভালোবাসায় সম্পন্ন হয়েছে। কথা, সুর, সংগীত ও কণ্ঠের দারুণ সমন্বয় ঘটেছে। আশা করি সবার ভালো লাগবে। সংগীত পরিচালক সুমন কল্যাণ বুলেন, ‘আমার সংগীতায়োজনে বছরের প্রথম গান। ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। গানটিতে আকুতি আছে, প্রার্থনা আছে। আশা করি শ্রোতাদের সমাদর পাবে।’ গীতিকবি রাফি বলেন, ‘গানটিকে প্রার্থনাসংগীত বলতে পারেন। স্রষ্টার কাছে অনুতপ্ত বান্দার আকুতি তুলে ধরার চেষ্টা করেছি। বাকি যা করার সুরকার আলাউদ্দিন ভাই এবং সংগীত পরিচালক সুমন কল্যাণ দাদা করেছেন। অনিমেষ রায় দারুণ গেয়েছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ।’ প্রযোজনা সংস্থা প্রোটিউনের ইউটিউব চ্যানেলে দেখা যাবে গানটি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com